নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa) রাজ্যের নিম্নবিত্ত শ্রেণীর হাজার হাজার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে থাকে। এই প্রকল্পের মধ্য দিয়ে নিম্নবিত্ত শ্রেণীর যুবতীদের বিয়ের সময় এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। বিয়ের সময় এই টাকা ওই সকল পরিবারের কাছে মসিহা হয়ে হাজির হয়। এবার এই প্রকল্পের মধ্য দিয়েই প্রতিমাসে ১৫০০০ টাকা করে রোজগারের সুযোগ করে দিচ্ছে রাজ্য।
প্রত্যেক শিক্ষিত বেকার যুবক-যুবতীরা সরকারি চাকরির জন্য মুখিয়ে থাকেন। তবে সবার পক্ষে তো আর চাকরি জোটানো সম্ভব হয়না। তবে এই প্রকল্পে এবার লোক নেওয়ার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন নিম্নবিত্ত শ্রেণীর পরিবারগুলির মুখে হাসি ফুটছে আর্থিক সাহায্য পেয়ে, ঠিক সেই রকমই এই প্রকল্প এবার রোজগারের সুযোগ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে মুখে হাসি ফুটতে চলেছে চাকরিপ্রার্থীদের।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসের তরফ থেকে। মোট একজন নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই চাকরিপ্রার্থীকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য চাকরি প্রার্থী নিয়োগ হওয়ার পর প্রতি মাসে ১৫০০০ টাকা বেতন পাবেন।
আরও পড়ুন ? Rail Recruitment: ৪০ হাজারে শুরু, মাধ্যমিক পাশেই চাকরি, সাড়ে ৫ হাজার নিয়োগের ঘোষণা রেলের
যে শূন্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই পদটি সংরক্ষিত। এই পদের জন্য তপশিলি জাতির চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৪০ বছর। বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে মাধ্যমিক অথবা সমতুল্য কোন প্রমাণপত্র জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং তার ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড থাকতে হবে।
আবেদনকারীকে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। যারা আবেদন করবেন তাদের বাণিজ্য বিভাগের স্নাতক হতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যিক হতে হবে। এছাড়াও কোন সরকারি অথবা বেসরকারি সংস্থায় অন্ততপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লিখিত, কম্পিউটার এবং ব্যক্তিত্বের পরীক্ষা মিলিয়ে মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে। এই শূন্য পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র ১১ জানুয়ারি ২০২৪ তারিখের বিকাল পাঁচটার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের আওতাধীন রূপশ্রী প্রকল্প সেলে ‘ড্রপবক্স’-এ জমা দিতে হবে।