Data Manager Recruitment: কন্যাশ্রী প্রকল্পে চাকরি দিচ্ছে রাজ্য, নিয়োগ হবে এই জেলায়।

Antara Nag

Published on:

Advertisements

For Kanyashree project there will be recruitment of contractual staff for the post of Data Manager: লোকসভা ভোটের আগে চাকরি প্রার্থীদের জন্য আরও একটি সুসংবাদ নিয়ে এসেছে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর সাব ডিভিশনের অন্তর্গত ব্যারাকপুর ১ নম্বর ব্লকে চুক্তিভিত্তিক কিছু কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার (Data Manager Recruitment) এর কাজের জন্য এই নিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। শূন্য পদের সংখ্যা ১ টি।

Advertisements
যোগ্যতা:

আবেদনকারীকে যে কোন স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে অথবা তার সমতুল্য কোন ডিগ্রী থাকতে হবে। এর পাশাপাশি তার কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। টাইপিং স্পিড থাকতে হবে ( মিনিটে অন্তত ৩০ টি শব্দ )। এছাড়াও অন্তত এক বছরের কর্ম অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisements
বয়সসীমা:

সাধারণ আবেদনকারীদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ২৭ বছর এর মধ্যে। কিন্তু সংরক্ষিত জাতি বা উপজাতিদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে কিছু ছাড় থাকবে।

Advertisements
বেতন:

নিয়োগ হবে চুক্তিভিত্তিক। প্রতি মাসে ১১০০০ টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া:

নিয়োগ (Data Manager Recruitment) প্রক্রিয়াটি মূলত তিনটি ধাপে কার্যকর করা হবে।
1. প্রথমে একটি নির্দিষ্ট দিনে আবেদনকারীদের লিখিত পরীক্ষা দিতে হবে।
2. সেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবেদনকারীদের বসতে হবে কম্পিউটারের পরীক্ষায়।
3. কম্পিউটার পরীক্ষার উত্তীর্ণ হলে তাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউ তে উত্তীর্ণ হলেই আপনার চাকরি সুনিশ্চিত।

আবেদন প্রক্রিয়া:

ইচ্ছুক আবেদনকারীরা রাজ্য কন্যাশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
1. প্রথমে অফিশিয়াল লিংকে ঢুকে নাম, ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদি ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

আরও পড়ুন ? Kolkata Police Recruitment: মাধ্যমিক পাশেই পুলিশে চাকরি, ৩৭৩৪ জন কনস্টেবল নিয়োগ হবে কলকাতা পুলিশে

2. তারপর রেজিস্টারড লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষাগত, ব্যক্তিগত, কর্ম অভিজ্ঞতা সম্পর্কিত তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।
3. এরপর প্রয়োজনীয় নথি গুলি স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করতে হবে। যেমন ছবি, স্বাক্ষর বা কোন ডকুমেন্টস যেগুলো এই আবেদনপত্রে চাওয়া হয়েছে।
4. এরপর আবেদনপত্রে কোন ভুলত্রুটি রয়ে গেছে কিনা তা পরীক্ষা করে প্রয়োজন মতো সংশোধন করে জমা করে দিতে হবে।
আবেদন পত্রটি জমা হওয়ার পর সেটিকে ডাউনলোড করে রাখতে ভুলবেন না। মনে রাখবেন আবেদন পত্রটি কিন্তু নির্দিষ্ট একটি সময়ের মধ্যেই জমা দিতে হবে। আবেদন করার শেষ তারিখ 16 এপ্রিল।

Advertisements