IPPB Recruitment: যারা দীর্ঘদিন চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য দুর্দান্ত সুযোগ আছে। হাতছাড়া করবেন না এই সুযোগ। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-এ কর্মী নিয়োগ করা হবে কয়েকটি পদমর্যাদায়। একটি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগের অধীনস্থ এই ব্যাঙ্কের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে যে, ব্যাঙ্কে বিভিন্ন স্কেলে দক্ষ এবং অভিজ্ঞ পেশাদার কর্মীদের নিয়োগ করা হবে শীঘ্রই। যারা এইসব পদে আবেদন করতে আগ্রহী তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
ব্যাঙ্কের ফিন্যান্স, টেকনোলজি, ইনফরমেশন সিকিউরিটি, প্রোডাক্ট, ইন্টারনাল অডিট, কমপ্লায়েন্স এবং অপারেশন্স বিভাগের জন্য নিয়োগ করা হবে। নিয়োগ হবে ডেপুটি জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, চিফ কমপ্লায়েন্স অফিসার এবং চিফ অপারেটিং অফিসার পদে।
মোট শূন্যপদ কত?
মোট শূন্যপদের (IPPB Recruitment) সংখ্যা ৭। এর মধ্যে কিছু পদে ‘রেগুলার’ এবং কিছু পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে।
নির্ধারিত বয়সসীমা
সিনিয়র ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে (IPPB Recruitment 2025) আবেদনের জন্য নির্ধারিত বয়সসীমা যথাক্রমে ২৬-৩৫ বছর এবং ৩২-৪৫ বছর। অন্য দিকে, ডেপুটি জেনারেল ম্যানেজার এবং জেনারেল ম্যানেজার/ চিফ কমপ্লায়েন্স অফিসার/ চিফ অপারেটিং অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স যথাক্রমে ৩৫-৫৫ বছর এবং ৩৮-৫৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন
বেতন দেওয়া হবে পদের ওপর নির্ভর করে। ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা থেকে শুরু করে ১,৫৬,৫০০-১,৭৩,৮৬০ টাকা।
আরও পড়ুন:Co-operative Bank Recruitment: ৩৮ হাজারেরও বেশি বেতন, নিয়োগ শুরু সমবায় ব্যাঙ্কে
নির্দিষ্ট পদের জন্য যোগ্যতা
বিভিন্ন পদে (IPPB Recruitment) আবেদন জানাতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বেশ কিছু বছরের পেশাদারি অভিজ্ঞতাও প্রয়োজন। বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি দ্বারা।
কিভাবে আবেদন করতে হবে?
চাকরিপ্রার্থীদের এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে যথাক্রমে ১৫০ এবং ৭৫০ টাকা।
আবেদনের শেষ তারিখ
আগামী ৩০শে জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিশদে জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।