নিজস্ব প্রতিবেদন : বর্তমান যুগে টাকা-পয়সা না থাকলে কোন কিছুর মূল্য নেই। যে কারণে অধিকাংশ মানুষ এই টাকা পয়সার পিছনেই দৌঁড়ান। অনেকে ব্যবসা করে টাকা পয়সা রোজগার করেন, আবার অনেকেই চাকরির খোঁজে হন্নে হয়ে ঘোরাফেরা করেন। বিশেষ করে উচ্চশিক্ষিত যুবক-যুবতীরা চাকরির জন্য দৌঁড়ে বেড়ান।
দেশজুড়ে যখন বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে সেই সময় ভারতীয় পোস্ট অফিস চাকরি নিয়ে সুখবর দিল। তবে এই চাকরির জন্য হাতে খুব একটা সময় নেই। দেরী করলেই হাতছাড়া হতে পারে এই চাকরি। পোস্ট অফিসের তরফ থেকে জানানো হয়েছে একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে।
যে সকল শূন্য পদে নিয়োগ করা হবে সেগুলি হল এমভি মেকানিক, এমভি ইলেকট্রিশিয়ান, পেন্টার, ওয়েল্ডার, কার্পেন্টার। পোস্ট অফিসের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এই সকল শূন্য পদে আবেদন করার জন্য শেষ সময়সীমা রয়েছে আগামী ১৭ অক্টোবর। মোট সাতটি শূন্য পদের সংখ্যা জানানো হয়েছে।
এমভি মেকানিকের একটি শূন্যপদ, এমভি ইলেকট্রিশিয়ানের দুটি, পেন্টার একটি, ওয়েল্ডার একটি, কার্পেন্টার পদে দুটি শূন্যপদ রয়েছে। সপ্তম বেতন কমিশন অনুযায়ী এই সকল শূন্য পদে নিযুক্ত হওয়া চাকরি প্রার্থীদের বেতন হবে ১৯ হাজার ৯০০ থেকে ৬৩ হাজার ২০০ টাকা। এর পাশাপাশি থাকবে ভাতা।
শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাওয়া হয়েছে কোনও সরকারি টেকনিক্যাল ইনস্টটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের কোর্সের সার্টিফিকেট। এর পাশাপাশি অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিভাগে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকলেও এই সকল শূন্য পদের জন্য আবেদন করা যাবে। আবেদন করার জন্য The Manager, Mail Motor Service, CTO compound, Tallakulam, Madurai-625002 ঠিকানাই আবেদন পত্র পাঠাতে হবে।