রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির সুযোগ, চলছে ৯০০ পদে আবেদন প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদন : দেশে প্রতিনিয়ত সংকট দেখা দিচ্ছে রোজগার নিয়ে। বিশেষ করে চাকরির ক্ষেত্রে এই সংকট প্রকট। তবে এমন পরিস্থিতিতে করোনা পরবর্তী সময়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৯০০-র বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যেই এই সকল শূন্য পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

যে কোন ভারতীয় নাগরিক এই সকল শূন্যপদে আবেদনের জন্য আবেদন করতে পারবেন। কলকাতা ছাড়াও দেশের বিভিন্ন শাখায় এই নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। ইতিমধ্যেই কোন কোন শাখায় কত সংখ্যক কর্মী নিয়োগ করা হবে তা নিয়ে বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন শাখায় যে সকল শূন্য পদ রয়েছে সেগুলি হল কলকাতা ২৬টি, আহমেদাবাদ ৩৫টি, ব্যাঙ্গালোর ৭৪টি, ভূপাল ৩১টি, ভুবনেশ্বর ৩১টি, চণ্ডীগঢ় ৭৮টি, চেন্নাই ৬৬টি, গুয়াহাটি ৩২টি, হায়দরাবাদ ৪০টি, জয়পুর ৪৮টি, জম্মু-১২টি, কানপুর এবং লখনউ ১৩১টি, মুম্বই ১২৮টি, নাগপুর ৫৬টি, নিউ দিল্লি ৭৫টি, পাটনা ৩৩টি, তিরুবনন্তপূরম এবং কোচি ৫৪টি।

গ্রুপ সি অর্থাৎ সহায়ক পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। ৯৫০ জন গ্রুপ সি নিয়োগ করবে কেন্দ্রীয় এই ব্যাঙ্ক। এই সকল পদের মধ্যে আবার এসসি কোটায় ১৫১টি, এসটি কোটায় ১২৩টি, ওবিসি কোটায় ১৪৬টি, ইডব্লিউএস কোটায় ৯০টি এবং বাকি জেনারেল হিসেবে রয়েছে ৪৪০টি।

এই সকল শূন্যপদে আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ১ ফেব্রুয়ারি ২০২২-এর ২০ থেকে ২৮ বছর বয়সি হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে আবেদন করার সময় বয়সে ছাড় পাওয়া যাবে। এই সকল শূন্য পদে যে সকল চাকরিপ্রার্থীদের নিযুক্ত করা হবে তারা বেতন পাবেন মাসে ২০,৭০০ টাকা।

এই সকল শূন্য পদে আবেদন করার ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতকে ৫০% নম্বর পেয়ে পাশ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং কাজ জানতে হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা এবং নেপালি ভাষা জানতে হবে। ইচ্ছুক প্রার্থীদের www.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ হল আগামী ৮ মার্চ ২০২২।