Ayush Programme: পাহাড়ের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক রয়েছে। পর্যটকরা প্রতিবছর পাহাড়ে ভিড় জমান পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য। আমাদের রাজ্যে দার্জিলিং হল পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। বছরের বিভিন্ন সময় ছুটি পেলেই পর্যটকরা ছুটে যায় এই সুন্দর শৈলশহরে। এই সুন্দর শৈলশহর যদি রোজগারের ঠিকানা হয় তাহলে কেমন হয়। সাধারণ মানুষের কাছে এই সুযোগ এই বার এসেছে।
যারা দীর্ঘদিন উপযুক্ত চাকরির জন্য অপেক্ষা করছিলেন তারা এই সুযোগ হাতছাড়া করবেন না। একসাথে দুটো জিনিসের অভিজ্ঞতা লাভ করা যাবে, অর্থাৎ শৈল শহরের প্রাকৃতিক সৌন্দর্য এবং চাকরির ঠিকানা। দার্জিলিং জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে (Ayush Programme) বেশ কিছু পদে নিয়োগ করা হবে। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যারা এই পদে আবেদন করে চাকরির জন্য নিয়োজিত হবেন তাদের কাজ করতে হবে জাতীয় স্বাস্থ্য মিশন এবং আয়ুষ প্রকল্পের (Ayush Programme) অধীনে। এই পদে যে সব ব্যক্তিদের নিয়োগ করা হবে তাদের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং দার্জিলিং জেলার প্রশাসনের ওয়েবসাইটে এর বিজ্ঞপ্তি রয়েছে।
মোট শূন্যপদ
বিভিন্ন পদে মোট ২৪ জনকে নেওয়া হবে।
কিভাবে আবেদন করবে প্রার্থীরা?
যারা দার্জিলিং জেলার এই বিশেষ পদগুলির জন্য আবেদন করবেন তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আরো পড়ুন: ৫৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে রাজ্য পুলিশে, জেনে নিন বিস্তারিতভাবে
কবে থেকে শুরু হবে আবেদন নেওয়া?
১ অক্টোবর থেকে শুরু হবে আবেদনগ্রহণ এবং এটি শেষ হবে ১১ নভেম্বর। ২৮ অক্টোবর পর্যন্ত এই পদে আবেদনের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটের লিংকে গিয়ে আবেদন করা যাবে। একজন একাধিক পদের (Ayush Programme) জন্যও আবেদন করতে পারেন। তবে যোগ্যতা মিললে তবেই আবেদন গৃহীত হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
অডিয়োলজিস্ট, কাউন্সেলর, সাইকিয়াট্রিক নার্স, কুক কাম কেয়ারটেকার, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, ইন্সট্রাকটার ফর দ্য হিয়ারিং ইম্পেয়ার্ড চিল্ড্রেন, ডেন্টাল হাইজিনিস্ট, ল্যাব টেকনিশিয়ান, পাবলিক হেলথ ম্যানেজার, অ্যাটেন্ড্যান্ট, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, ডেন্টাল টেকনিশিয়ান, এএনএম ওএসটিসি, রিটায়ার্ড এইচএমও, আয়ুষ চিকিৎসক, মাল্টি পারপাস ওয়ার্কার, হোমিয়োপ্যাথি ফিজ়িশিয়ান, যোগ প্রফেশনাল, হোমিয়োপ্যাথি ফার্মাসিস্ট এবং রিটায়ার্ড লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে।
বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে। নির্দিষ্ট পদ্ধতি মেনে তবেই আবেদন করুন।