Recruitment will be done by Indian Railway Catering and Tourism Corporation: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC Recruitment) এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে বলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। নিয়োগ হবে সংস্থাটির কলকাতার পূর্বাঞ্চলীয় দপ্তরে। নিয়োগের পর প্রশিক্ষণ চলাকালীন 9000 টাকা ভাতা বা সাম্মানিক প্রদান করবে সংস্থা।
যোগ্যতা
আবেদনকারীকে যে কোন স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। এছাড়া যদি কারো ট্যুরিজম, ক্যাটারিং, মার্কেটিং, হসপিটালিটি, একাউন্টিং, কম্পিউটার সাইন্স, আইটি কমার্স, সি এ, সি এ ইন্টার, সি এম এ, সি এম এ ইন্টার ইত্যাদি বিষয়গুলোর উপর স্নাতকোত্তর ডিগ্রী থাকে তাহলে সে এই কাজের জন্য আবেদন করতে পারবে এবং নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
বয়সীমা
আবেদন করার জন্য সাধারণ আবেদনকারীদের বয়স হতে হবে ২৫ এর মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত জাতী ও উপজাতিদের ক্ষেত্রে বয়সে কিছুটা ছাড় থাকবে।
পদ
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেণি পদে নিয়োগ করবে আই. আর. সি. টি. সি. (IRCTC Recruitment)।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক আবেদনকারীরা অনলাইন অথবা অফলাইনে উভয় পদ্ধতিতেই আবেদন করতে পারেন।
আরও পড়ুন ? Kolkata Police Recruitment: মাধ্যমিক পাশেই পুলিশে চাকরি, ৩৭৩৪ জন কনস্টেবল নিয়োগ হবে কলকাতা পুলিশে
অনলাইন ফর্ম ফিলাপের ক্ষেত্রে–
1. প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদি ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।
2. তারপর রেজিস্টার্ড লগিন আই ডি ও পাসওয়ার্ড ব্যবহার করে মূল ফর্মটিকে ফিলাপ করতে হবে। সেখানে ব্যক্তিগত, শিক্ষাগত এবং কর্ম অভিজ্ঞতা গত তথ্য দিতে হবে।
3. এরপর প্রয়োজনীয় নথিগুলো স্ক্যান করে আপলোড করে দিতে হবে ওয়েবসাইটে। যেমন স্বাক্ষর, ছবি এবং যে নথিগুলি ফর্মে চাওয়া হয়েছে সেগুলি।
4. এরপর সাবমিট করে দিতে হবে।
মনে রাখবেন ফরমটি সাবমিট করার আগে নিজের দেওয়া তথ্য গুলো ভালো করে যাচাই করে নেবেন। কোন ভুল থাকলে তা সংশোধন করে নেবেন। এবং সাবমিট করার পর ফরমটি ডাউনলোড করে রাখতে ভুলবেন না।
আবেদনের শেষ তারিখ ১৩ ই মার্চ ২০২৪।
প্রশিক্ষণ
নিয়োগের পর এক বছর প্রশিক্ষণ করানো হবে সংস্থার পক্ষ থেকে।
বেতন
প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে নয় হাজার টাকা করে সাম্মানিক দেবে সংস্থা।
কর্মস্থল
সংস্থাটির কলকাতার পূর্বাঞ্চলীয় দপ্তর
শূন্য পদ
শূন্য পদের সংখ্যা মোট ২১ টি।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের মধ্য দিয়ে নিয়োগ (IRCTC Recruitment) করা হবে।