PNB’s scheme offers more than 8 percent interest on monthly investments: রেকারিং ডিপোজিট এর সুবিধা সম্পর্কে আশা করি সবাই অল্প বিস্তার জানেন। এটি হল একটি নিয়মিত টাকা বিনিয়োগ স্কিম। প্রতি মাসে টাকা জমিয়ে আপনি একটি ভালো অংকের রিটার্ন পেতে পারেন এর দ্বারা। এই স্কিমে বিনিয়োগ করলে অল্প বিনিয়োগে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে রেকারিং ডিপোজিট-এর সুদের হার আলাদা হয়ে থাকে। পঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্কের (পিএনবি) রেকর্ডিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করলে আপনি রিটার্নও পাবেন ভাল (Recurring Deposits of PNB)।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) বরাবর তার গ্রাহকদের জন্য নানা সঞ্চয় প্রকল্প অফার করে। এর মধ্যে একটি হল রেকারিং ডিপোজিট (আরডি) স্কিম। এই স্কিমের অধীনে, গ্রাহকরা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে পারেন এবং নির্দিষ্ট সুদের হারে তার উপর রিটার্ন পেতে পারেন। এখানকার রেকারিং ডিপোজিট স্কিমে গ্রাহকদের ৮.০৫ শতাংশ সুদের হার অফার করছে। আপনি যদি পঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্কের (পিএনবি) এর রেকারিং ডিপোজিট স্কিমে (Recurring Deposits of PNB) বিনিয়োগ করেন ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে করতে পারেন। অর্থ বিনিয়োগের সর্বনিম্ন মান হল ১০০ টাকা।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রেকার ডিপোজিট স্কিমে সুদের হার কিন্তু সময়ের ওপর নির্ভর করে, অর্থাৎ আপনি কত মাস কিংবা বছর জমাতে পারছেন। ৬ মাস থেকে ২৭০ দিনের মেয়াদের রেকারিং ডিপোজিটে সুদের হার পাবেন ৫.৫০ শতাংশ। এছাড়া, ২৭১ দিন থেকে ১ বছরের মেয়াদে রেকারিং ডিপোজিটে সুদের হার দেয় ৫.৮০ শতাংশ। আবার আপনি যদি ১ বছর থেকে ৪৪৩ দিনের মেয়াদে রেকারিং ডিপোজিটে (Recurring Deposits of PNB) জমান তাহলে ৬.৭৫ শতাংশ সুদের হার পাবেন। ৪৪৪ দিনের মেয়াদে রেকারিং ডিপোজিটে ৭.২৫ শতাংশ সুদের হার পাওয়া যায়।
রেকারিং ডিপোজিটে ৬.৮০ শতাংশ সুদের হার পাবেন যদি আপনি ৪৪৫ থেকে ২ বছরের মেয়াদের টাকা বিনিয়োগ করেন। দুই থেকে তিন বছরের কম মেয়াদের রেকারিং ডিপোজিটে ৭.০০ শতাংশ সুদের হার অফার করে। পাশাপাশি আবার, তিন থেকে পাঁচ বছরের কম মেয়াদের রেকারিং ডিপোজিটে ৬.৫০ শতাংশ সুদের হার পাওয়া যায়। যেসব রেকারিং ডিপোজিটের (Recurring Deposits of PNB) মেয়াদ পাঁচ থেকে দশ বছর সেখানে সুদের হার পাওয়া যায় ৬.৫০ শতাংশ। এই স্কিমে সুপার সিনিয়র সিটিজেনরা পান ৮.০৫ শতাংশ হারে সুদ পায়। তবে অবশ্যই এই স্কিমে কমপক্ষে ছয় মাসের জন্য বিনিয়োগ করতে হবে। নূন্যতম ১০০ টাকা করে জমানো যেতে পারে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রেকারিং ডিপোজিট স্কিমের নেয়ার বিভিন্ন সময় পরিবর্তন হয়। সঠিক সুদের হার জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। রেকারিং ডিপোজিটে (আরডি) এর চলতি বছরের পয়লা জুলাই থেকে চালু হবে নতুন সুদের হার। এই দারুণ সুদের হার থাকতে বিনিয়োগ করুন।