Registration of Chardham Yatra can be done online: ১০ ই মে থেকে শুরু হতে চলেছে চারধাম অর্থাৎ কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রীর উদ্দেশ্যে তীর্থ যাত্রা। উত্তরাখন্ড পর্যটন উন্নয়ন পরিষদের তরফ থেকে চারধাম যাত্রার (Chardham Yatra) জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু করা হয়েছে। ১৫ ই এপ্রিল থেকে এই রেজিস্ট্রেশন শুরু হয়েছে ইতিমধ্যে মাত্র ৬ দিনে ১১ লক্ষ ৪৫ হাজার তীর্থযাত্রী অনলাইনে রেজিস্ট্রেশন করিয়েছেন চারধাম যাবার জন্য।
কেদারনাথের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন জমা পড়েছে ৩ লাখ ৮৩ হাজার ১৫৯ জন তীর্থযাত্রীর। বদ্রিনাথের জন্য জামা পড়েছে ৩ লাখ ২৬ হাজার ৬৭৭ জনের। ২ লাখ ২৬ হাজার ৩০২ জন গঙ্গোত্রীর জন্য এবং ২,৫,৫৬১ জন যমুনেত্রীর জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন। এছাড়াও ১৫,৩১৫ জন তীর্থযাত্রী হেমকুন্ড সাহেবের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করিয়েছেন। শনিবার ২০ তারিখ হেলিকপ্টারের টিকিট বুক করার জন্য পরিষেবা চালু করা হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যে দশই মে থেকে ২০ শে জুন অব্দি হেলিকপ্টারে প্রতিটি সিট বুকিং হয়ে গিয়েছে। জুন থেকে আগস্ট মাস অব্দি বর্ষার জন্য হেলিকপ্টার পরিষেবা চালু থাকবে না। তারপরে আবার সেপ্টেম্বর থেকে অক্টোবরের জন্য হেলিকপ্টারে টিকিট বুকিং এর পরিষেবা চালু করা হয়েছে ইতিমধ্যে।
চারধাম যাত্রার (Chardham Yatra) জন্য আপনি বিভিন্নভাবে রেজিস্ট্রেশন করাতে পারেন। উত্তরাখন্ড পর্যটন কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন এন্ড টুরিস্ট ফেয়ার ডট ইউকে.গভে.ইনে গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারেন পর্যটন কেন্দ্রের টোল ফ্রি নাম্বার ০১৩৫- ১৩৬৪ নম্বরে কল করেও রেজিস্ট্রেশন করাতে পারেন। এছাড়াও হোয়াটসঅ্যাপে মেসেজ করেও রেজিস্ট্রেশন করানো সম্ভব। ৮৩৯৪৮৩৩৮৩৩ নম্বরে হোয়াটস অ্যাপে যাত্রা লিখে টেক্সট করলেও রিজার্ভেশন করা সম্ভব।
আরও পড়ুন ? Nita Ambani Rolls Royce: ১২ কোটির নতুন গাড়ি বাড়ি আনলেন নীতা আম্বানি, রয়েছে এইসব ফিচার্স
চারধাম যাত্রার (Chardham Yatra) জন্য অনলাইন রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ পদ্ধতিটি এই প্রতিবেদনে ব্যাখ্যা করা হলো। প্রথমে www.registration and tourist care.Uk. Gov.in এ গিয়ে রেজিস্ট্রেশন অথবা লগইন অপশনে ক্লিক করুন। তারপর নথিপত্র সহ ফর্মটি ফিলাপ করুন। ফরমে দেওয়া নম্বর এবং ইমেইল আইডিতে একটি ওটিপি আসবে যাচাই করনের জন্য। এরপরে ওটিপিটি বসালেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে।
এরপর মূল পেজটিতে প্রবেশ করার জন্য নিজের রেজিস্টার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করুন। ভ্রমণ সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে হবে যেমন কত জন যাত্রী রয়েছেন? তাদের নাম কি? বয়স কত? কবে যাত্রা শুরু করবেন? কিভাবে যাত্রা করতে চাইছেন পরিচালনায় কে রয়েছে ইত্যাদি বৈধ প্রমাণপত্র হিসেবে কিছু নথিপত্র স্ক্যান করে জমা দিতে হবে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড বা ছবিসহ প্রমাণ রয়েছে এমন যেকোনো কার্ড। এরপর সাবমিট করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনি একটি এসএমএস এবং ইউআরএন নম্বর পাবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর চারধাম তীর্থযাত্রার (Chardham Yatra) রেজিস্ট্রেশন লেটারটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন ভ্রমণের সময় এটি আপনার কাজে আসবে।