পুরাতন গাড়ির নম্বর প্লেটের নিয়মে বদল, নতুন নিয়ম জারি কেন্দ্রের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন সময় দেশের নাগরিকদের সুবিধা প্রদান করা অথবা কোন ধরনের দুর্নীতিকে ঠেকানোর জন্য নিয়মে পরিবর্তন আনা হয়। সেই রকমই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গাড়ির নম্বর প্লেটের নিয়মে বদল আনা হলো। এক্ষেত্রে পুরাতন গাড়ির নম্বর প্লেটের জন্য যে নিয়ম ছিল তাতে বদল আনা হলো।

Advertisements

নতুন নিয়ম অনুসারে পুরাতন গাড়ির নম্বর প্লেট ভারত সিরিজ নম্বর প্লেটে রূপান্তরিত করার সবুজ সংকেত দিলো কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। আগে কেবলমাত্র নতুন গাড়ির নম্বর প্লেটে এই ভারত সিরিজ (BH) ব্যবহার করার অনুমতি ছিল। নতুন যে নিয়ম আনা হয়েছে তাতে এবার পুরাতন গাড়িতেও ভারত সিরিজ নম্বর প্লেট লাগানো যাবে।

Advertisements

কেন্দ্রের তরফ থেকে নতুন এই অনুমতি দেওয়ার পরিপ্রেক্ষিতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি নিয়ে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফে সম্প্রতি একটি বিবৃতি পেশ করে জানানো হয়েছে, পুরাতন গাড়ির নম্বরও ভারত সিরিজের রূপান্তরিত করা যাবে। এই সিদ্ধান্তের ফলে BH সিরিজ ইকোসিস্টেমকে BH সিরিজ ইকোসিস্টেমকে আরও মজবুত করবে বলে মনে করছে কেন্দ্র।

Advertisements

কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এখন যে সব গাড়িতে সাধারণ রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেগুলিকে BH সিরিজ রেজিস্ট্রেশন মার্কে রূপান্তরিত করা যাবে। তবে এই সুবিধা নিতে হলে আবশ্যিকভাবে গাড়ির মালিকদের আলাদা করে কর জমা দিতে হবে।

এছাড়াও জানানো হয়েছে, সরকারি কর্মীরা নিজেদের সার্ভিস সার্টিফিকেট জমা দিয়ে ভারত সিরিজ নম্বর প্লেট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যে সকল কর্মীরা বেসরকারি সংস্থায়ী কর্মরত তারা এই সুবিধা পেতে হলে ওয়ার্কিং সার্টিফিকেট জমা দিতে হবে এবং তার পরিবর্তে ভারত সিরিজ নম্বর প্লেটের জন্য আবেদন করতে পারবেন। ভারত সিরিজ নম্বর প্লেট আসার আগে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি নিয়ে গেলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হয় এবং আবার টাকা খরচ হয়। সেক্ষেত্রে ভারত সিরিজ নম্বর প্লেট সমস্ত রকম ঝামেলা থেকে মুক্তি দেবে।

Advertisements