নিজস্ব প্রতিবেদন : ক্রেতাদের রীতিমতো চমকে দিয়ে আসন্ন দিওয়ালিতে লঞ্চ হচ্ছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স জিও (Reliance Jio) এবং গুগলের (Google) যৌথ উদ্যোগে তৈরি হওয়া JioPhone Next। দুর্দান্ত ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড্রয়েড ভার্সন আনা হয়েছে এই স্মার্টফোনে।
এই স্মার্টফোনে থাকছে প্রগতি অপারেটিং (Pragati OS) সিস্টেম। এই অপারেটিং সিস্টেম এর আগে কোন স্মার্টফোনে ব্যবহার করা হয়নি। ভারতীয়দের ব্যবহারের ক্ষেত্রে সুবিধা এবং সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এই অপারেটিং সিস্টেম চালু করা হয়েছে বলে দাবি করেছে এই দুই সংস্থা।
সংস্থার তরফ থেকে তাদের এই স্মার্টফোন JioPhone Next-এর দাম জানিয়েছে ৬৪৯৯ টাকা। এই স্মার্টফোনে রয়েছে Jio এবং গুগলের সমস্ত অ্যাপ প্রিলোডেড। ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে মুখে বলেই খোলা যাবে সমস্ত অ্যাপ থেকে সেটিংস সবকিছু। নিজের পছন্দের ভাষা বেছে নেওয়া যাবে এই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে।
এর পাশাপাশি এই স্মার্টফোনে রয়েছে অত্যাধুনিক ১৩ মেগাপিক্সেলের স্মার্ট ক্যামেরা। ছবি তোলার সময় বিভিন্ন মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার করে তোলা যাবে ছবি। এছাড়াও রয়েছে ২জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ, ৫১২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ১.৩ GHz কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১৫ কোয়াড-কোর প্রসেসর, ৩৫০০ এমএএইচ ব্যাটারি এবং ডিসপ্লে ৫.৪৫ ইঞ্চির।
তবে এই স্মার্টফোনটি গ্রাহকরা ইচ্ছে করলে মাত্র ১৯৯৯ টাকাতেই (বাড়তি প্রসেসিং ফি ৫০১ টাকা) কিনতে পারবেন। এই টাকা ডাউন পেমেন্ট করার পর প্রতি মাসে মাসে মাত্র ৩০০ টাকা করে কিস্তি দিলেই এই ফোন পাওয়া যাবে। ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত শোধ করা যাবে ফোনের টাকা।
Reliance announces JioPhone Next jointly designed by Jio & Google.
JioPhone Next is a first-of-its-kind smartphone
featuring Pragati OS, an optimized version of Android made for the JioPhone Next. pic.twitter.com/aT2Bd99Ev4— ANI (@ANI) October 30, 2021
ফোনটি কেনা যাবে জিও মার্ট ডিজিটাল (Jio Mart Digital) অথবা জিওর অফিশিয়াল ওয়েবসাইট থেকেও। এছাড়াও ফোন কেনার জন্য রেজিস্টার করা যাবে 7018270182 হোয়াটসঅ্যাপ নম্বরে ম্যাসেজ করে।