হাতে আর ৪ দিন, Jio -র দাম বাড়বে ৪০%, খরচ বাঁচান এইভাবে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বরের ৩ তারিখ থেকে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া তাদের খরচ বাড়ানোর কথা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে। ঘোষণা করার পাশাপাশি তারা আগামী ৩ তারিখ থেকে কি কি নতুন ট্যারিফ প্ল্যান আনছে তাও ঘোষণা করে দিয়েছে কোনোরকম ধোঁয়াশা না রেখে। এদিকে জিও ঘোষণা করেছে আগামী ৬ তারিখ থেকে তাদের ট্যারিফের দাম বাড়বে। মুকেশ আম্বানির সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তাদের ট্যারিফের দাম ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

Advertisements

Advertisements

মুকেশ আম্বানির সংস্থা আগামী ৬ ডিসেম্বর থেকে ট্যারিফের দাম বাড়ানোর ঘোষণা করলেও ধোঁয়াশা রেখে তারা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায় নি তাদের নতুন ট্যারিফ প্ল্যান কি হতে চলেছে। আর এখানেই সংশয় গ্রাহকদের মধ্যে। সংশয় এ কারনেই, জিও আবার এয়ারটেল, ভোডাফোনের মত দামী প্ল্যান ঘোষণা না করে! যদিও জিওর তরফ থেকে জানানো হয়েছে, ট্যারিফের দাম ৪০% বাড়ানো হলেও গ্রাহকরা নতুন প্লানে ৩০০% বেশি লাভ উঠাতে পারবেন। কিন্তু প্রশ্ন, আদৌ কতটা সত্য হবে জিওর এমন দাবি।

Advertisements

একটি বিবৃতিতে জিও জানিয়েছে, “আনলিমিটেড ডেটা ও ভয়েজ কলের সুবিধাযুক্ত নতুন অল ইন ওয়ান প্ল্যান চালু করছে জিও। অন্য মোবাইল পরিষেবা সংস্থার মোবাইলে ফোন করার ক্ষেত্রে নতুন এই প্ল্যানের নীতি খুবই স্বচ্ছ হবে। ২০১৯ সালের ৬ ডিসেম্বর থেকে এই প্ল্যান চালু হবে।”

তবে সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে, যদি কোন গ্রাহক আগামীদিনে আসতে চলা ট্যারিফ প্ল্যানের উপর ভরসা না থাকে তাহলে তিনি বর্তমান প্ল্যানগুলিকেই বহন করতে পারেন নিশ্চিন্তে। যে সুবিধা কেবলমাত্র জিওরই রয়েছে। সেটা কিভাবে সম্ভব!

এমনটা সম্ভব জিওর বর্তমানে চলা আপনার পছন্দের প্ল্যানটিকে বেশ কয়েকবার রিচার্জ করে নেওয়া। যাকে বলা হয় ‘কিউ রিচার্জ’। একই রিচার্জ বারবার করা থাকলে একটি রিচার্জ শেষ হওয়ার সাথে সাথে অন্য রিচার্জটি নিজে থেকেই আপনার পরবর্তী প্লান হিসাবে এক্টিভ হয়ে যাবে।

ধরুন, অক্টোবর মাসে জিওর অন্য মোবাইলের কল করতে চার্জ লাগবে, এমনটা ঘোষণা করার পর আপনি যদি জিওর ৩৩৩, ৪৪৪ বা ৫৫৫ – এর মত All-in-One প্যাক রিচার্জ করে থাকেন, আর এই রিচার্জগুলিকেই কন্টিনিউ করতে চান, তাহলে এই রিচার্জগুলিকে ৬ তারিখের আগে আপনার চাহিদা মত যতগুলি খুশি করে নিন। তাহলে সেই রিচার্জগুলি আপনার নাম্বারে একটি শেষ হওয়ার পর আরেকটি নিজে থেকেই এক্টিভ হয়ে যাবে।

যেমন, ৪৪৪ টাকা রিচার্জ যদি আপনি ৬ তারিখের আগে ৪ টি করে নেন তাহলে ৮৪x৪ = ৩৩৬ দিন আপনার পরিষেবা অক্ষুন্ন থাকবে। এক ধাক্কায় হয়তো অনেকটা খরচ হতে পারে কিন্তু এমনটা করলে জিওর বাড়তে চলা ৪০ শতাংশ খরচ আপনার সাশ্রয় হবে।

Advertisements