Reliance Group: অন্তর্বাস ব্যবসাতে পা রাখতে চলেছে রিলায়েন্স গোষ্ঠী, কি প্ল্যান করছে মুকেশ আম্বানি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Reliance Group: মুকেশ আম্বানি হলেন ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী। তিনি একাধিক ব্যবসাতেই সফলতা অর্জন করেছেন। খেলনা থেকে শুরু করে পোশাক, চকোলেট, গয়না সমস্ত ব্যবসাতে সাফল্য পেয়েছেন আম্বানি। তবে এবার সম্পূর্ণ এক নতুন ব্যবসায় পদার্পণ ঘটতে চলেছে রিলায়েন্স গোষ্ঠীর। এবার তারা তৈরি করতে চলেছে অন্তর্বাস!

Advertisements

মুকেশ আম্বানির সংস্থা ‘রিলায়েন্স রিটেল’ (Reliance Group) বেশ কয়েক বছর ধরে বিনিয়োগ করে আসছে খুচরো ব্যবসাতে। এবার এই কোম্পানির নজর পড়েছে বিশ্ববাজারে। সম্প্রতি তারা অন্তর্বাসের ব্যবসার জন্য হাত মিলিয়েছে একটি ইজরায়েলি সংস্থার সঙ্গে। মুকেশ আম্বানির এই পদক্ষেপ রীতিমতো চিন্তায় ফেলে দেবে অন্যান্য অন্তর্বাস তৈরীর কোম্পানিগুলোকে। জকি (Jockey) বা লিভাইস (Levi)-এর মতো বহুজাতিক ব্র্যান্ডগুলির এবার কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবে এমনটাই আশা করছে বিশেষজ্ঞরা।

Advertisements

অন্তর্বাস ব্যবসায় নিজেদের আধিপত্য বিস্তারের জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Group) ‘ডেল্টা গ্যালিল’ নামে একটি ইজরায়েলি কোম্পানির সাথে অবশেষে হাত মিলিয়েছে। অন্তর্বাস নির্মাণের ক্ষেত্রে এটি বিশ্বের সবচেয়ে বড় সংস্থা। বিদেশি এই কোম্পানিটির সাহায্যে শুধুমাত্র যে অন্তর্বাস তৈরি করবে তা নয় তা বিক্রিও করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। শুধুমাত্র যে রিলায়েন্সের সঙ্গেই এই কোম্পানিটি কাজ করছে তা নয় পাশাপাশি রয়েছে আরও বহু জনপ্রিয় কোম্পানি যেমন কেলভিন ক্লাইন, টমি হিলফিগার। এই সংস্থা ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর করেছে অ্যাডিডাস এবং পোলো রালফ লরেনের সঙ্গেও।

Advertisements

একটি রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে, রিলায়েন্স এবং ডেল্টা গ্যালিল এর মধ্যে সমান অংশীদারিত্ব থাকবে। বিশ্বের বিভিন্ন বহুজাতিক সংস্থার সঙ্গে প্রতিস্থাপন করেছে এই ইজরায়েলি কোম্পানি। বিশ্বের তিনটি ভিন্ন দেশে কোম্পানিটির আর অ্যান্ড ডি সেন্টার বা গবেষণাকেন্দ্র রয়েছে। সংস্থাটি ওরেগনের মোজা এবং চিনে মহিলাদের অন্তর্বাস নিয়েও কাজ করে। এছাড়াও এই কোম্পানিটির সাতটি পেটেন্ট আছে।

রিলায়েন্স রিটেল (Reliance Group) বিগত বেশ কয়েক বছর ধরে একাধিক অন্তর্বাসের সংস্থাকে অধিগ্রহণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ক্লোভিয়া, জিভামে এবং আমান্তের মতো ব্র্যান্ড। বিগত অর্থবছরে রিলায়েন্স গোষ্ঠী এই ব্যবসা থেকে আয় করেছে প্রায় ২,০০০ কোটি টাকারও বেশি।

Advertisements