৩ মাসে বিপুল মুনাফা Jio-র, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সম্পত্তি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থার নাম হল জিও। একের পর এক নতুন নতুন অফার, আনলিমিটেড কল, অফুরন্ত ইন্টারনেট, এসএমএস ইত্যাদি দেওয়ার ফলে এই টেলিকম সংস্থার জনপ্রিয়তা দিন দিন বাড়তে শুরু করে এবং দেশের বৃহত্তম টেলিকম সংস্থায় পরিণত হয়।

Advertisements

গত বছর ডিসেম্বর মাসে এই টেলিকম সংস্থা অন্যান্য টেলিকম সংস্থার মত নিজেদের ট্যারিফ রেট বৃদ্ধি করে। এই ট্যারিফ রেট বৃদ্ধির পর সংস্কার বেশকিছু গ্রাহক বিমুখ হয় বলে জানা যায়। তবে গ্রাহকরা বিমুখ হলেও সংস্থার মুনাফা এক লাফে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সংস্থার তরফ থেকে প্রকাশকরা রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে।

Advertisements

জিও মার্চ মাস শেষে শুক্রবার ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশ করেছে। এই আর্থিক ফলাফল প্রকাশ করার পর লক্ষ্য করা গিয়েছে, আগের বছর একই ত্রৈমাসিকে এই টেলিকম সংস্থা যে অর্থ লাভ করেছিল তার থেকে এই বছর ২৪% লাভ বৃদ্ধি পেয়েছে।

Advertisements

সংস্থার তরফ থেকে প্রকাশ করা রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত বছর একই ত্রৈমাসিকে ৩,৩৬০ কোটি টাকা মুনাফা করেছিল সংস্থা। সেই জায়গায় এই বছর এই মুনাফা হয়েছে ৪,১৭৩ কোটি টাকা। এই মুনাফা বৃদ্ধির ফলে আম্বানির সংস্থার সম্পত্তি বেড়েছে লাফিয়ে লাফিয়ে।

অন্যদিকে জিও ছাড়াও রিলায়েন্স রিটেলের পারফর্মেন্সও দুর্দান্ত। এই সেক্টরেও সংস্থার আয় বেড়ে দাঁড়িয়েছে ৫৮,০১৭ কোটি টাকা। আগের বছরের তুলনায় এই আয় বৃদ্ধি হয়েছে ২৩.৩%। পাশাপাশি তেল থেকে রাসায়নিক উৎপাদনের ব্যবসাতেও গতি এসেছে এই সংস্থার। বৃদ্ধি পেয়েছে ৪৪.২%, যা গত ত্রৈমাসিকে ১.৪৫ লক্ষ কোটি টাকা।

Advertisements