নিজস্ব প্রতিবেদন : ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও প্রথম থেকেই তাদের গ্রাহকদের সামনে অফুরন্ত অফারের ডালি তুলে ধরেছে। আর এই লকডাউন চলাকালীন যখন সাধারণ মানুষদের মধ্যে ইন্টারনেটে বা ডেটার চাহিদা বেড়েছে তখন তারা প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট সহ তিনটি প্ল্যান নিয়ে হাজির। প্রতিদিন ৩ জিবি করে ডেটা দেওয়া এই প্ল্যানগুলি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাহকদের কাছে।
৩৪৯ টাকা : প্রতিদিন ৩ জিবি করে ডেটা দেওয়া এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এই প্ল্যানে ডেটা ছাড়াও থাকছে জিও থেকে জিও আনলিমিটেড কল, জিও থেকে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। ১০০০ মিনিট শেষ হয়ে যাওয়ার পর মিনিটে ৬ পয়সা করে ধার্য করা হবে অন্য নেটওয়ার্কে কল করার জন্য। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস ও জিও অ্যাপস সাবস্ক্রিপশন বিনামূল্যে।
৪০১ টাকা : এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২৮ দিন। প্রতিদিন ৩ জিবি করে ডেটা দেওয়া ছাড়াও এই প্ল্যানে বাড়তি ৬ জিবি ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ ২৮ দিনে মোট ৯০ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও রয়েছে জিও থেকে জিও আনলিমিটেড কল, জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১০০০ মিনিট। প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং জিও অ্যাপস সাবস্ক্রিপশন বিনামূল্যে।
৯৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানটি দিন কয়েক আগেই সংস্থার তরফ থেকে বাজারে নিয়ে আসা হয়। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৮৪ দিন। প্রতিদিন ৩ জিবি করে ডেটা ছাড়াও এতে রয়েছে জিও থেকে জিও আনলিমিটেড কল, জিও থেকে অন্য মোবাইলে কল করার জন্য ৩০০০ মিনিট, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং জিও অ্যাপস সাবস্ক্রিপশন বিনামূল্যে।