Reliance Jio: জিও হল দেশের সবথেকে বৃহত্তম বেসরকারি টেলিকম সংস্থা। বছরের শুরুতেই জিও গ্রাহকদের জন্য নিয়ে আসলো নতুন প্ল্যান। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক সংস্থা জিও নতুন অফার নিয়ে এসেছে কেবল ভয়েস কল ও এসএমএসের জন্য। কিন্তু এই রিচার্জ প্ল্যানে মিলবে না কোনরকম ডেটার সুবিধা। সম্প্রতি ট্রাই সমস্ত টেলিকম সংস্থার জন্য বাধ্যতামূলক করেছে এই ধরনের স্পেশাল ট্যারিফ ভাউচার্স। ট্রাই এর নির্দেশ মেনে গ্রাহকদের জন্য নতুন উপহার নিয়ে আসলো জিও।
যেসব গ্রাহকেরা এখনো পর্যন্ত জিওর (Reliance Jio) প্ল্যান নেননি, তারা এই দুর্দান্ত প্ল্যানটি অবশ্যই রিচার্জ করতে পারেন। নতুন বছরে গ্রাহকদের আকৃষ্ট করার জন্যই জিও নিয়েছে এই নতুন পদক্ষেপ। প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জানতে গেলে অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদনটি।
জিওর (Reliance Jio) মোট দুটি প্ল্যান রয়েছে। একটি হলো ৪৫৮ টাকার প্ল্যান এবং অন্যটি হলো ১৯৫৮ টাকার। প্রথম প্ল্যানটির ভ্যালিডিটি ৮৪ দিনের। সাথে পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল পরিষেবা এবং ১ হাজার এসএমএস। যেহেতু এই প্ল্যানে পাওয়া যাবে না কোন ডেটা তাও জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন মিলবে। এরজন্য খরচ করতে হবে না একটি টাকাও। যতদিন প্ল্যানটির বৈধতা থাকবে, ততদিন এই সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: টেলিকম ব্যবস্থায় আসছে এক বড় বিপ্লব, ফেরত আসছে মাত্র ১০ টাকার রিচার্জ প্ল্যান
দ্বিতীয় প্ল্যান অর্থাৎ ১৯৫৮ টাকার প্ল্যান গ্রাহকদের দেবে লিমিটেড ভয়েস কল পরিষেবা এবং ৩ হাজার ৬০০ এসএমএস। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিনের। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকেরা পাবেন জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। সমস্ত পরিষেবা বৈধ থাকবে ৩৬৫ দিনই। শুধুমাত্র রিলায়েন্স জিও নয় ভারতী এয়ারটেলও নতুন প্ল্যান এনেছে যা কেবল ভয়েস কল ও এসএমএস পরিষেবার জন্য।
রিলায়েন্স জিও (Reliance Jio), নতুন বছর আসার আগেই নতুন রিচার্জ প্যাক নিয়ে এসেছে। ২০২৫ সালে ২০২৫ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ ২০০ দিন। এই রিচার্জ প্ল্যানে দৈনিক ২.৫ জিবির ডেটা হিসাবে ৫০০ জিবি, ৪জি ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০টি এসএমএস পরিষেবা পাওয়া যাচ্ছে। এছাড়াও, যে সমস্ত শহরে বা এলাকায় জিওর ৫জি কানেকশন রয়েছে তারা পেয়ে যাবে আনলিমিটেড ৫জি পরিষেবা পাবেন। বিনামূল্যে সাবস্ক্রাইব করা যাবে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড।