নিজস্ব প্রতিবেদন : আগামী ৬ই ডিসেম্বর থেকে সমস্ত জিও গ্রাহকদের বাড়ছে মোবাইল খরচ। জিও তাদের সমস্ত প্ল্যানের পরিবর্তনের সূচি জানিয়ে দিয়েছে বুধবার, যা লাগু হতে চলেছে শুক্রবার থেকে। কিন্তু জিওর তরফ থেকে জানানো হয়েছে, জিও সিম ব্যবহারকারীদের ট্যারিফ রেট বাড়ানো হলেও জিও ফোন ব্যবহারকারীদের কোনোরকম ট্যারিফ রেটের পরিবর্তন করা হচ্ছে না।
৬ তারিখ থেকে দাম বাড়ার আগে বুধবার জিও তাদের গ্রাহকদের সামনে যে ট্যারিফ রেট নিয়ে এসেছে সেই ট্যারিফ রেট অনুযায়ী এক লাফে অনেকটা খরচ বেড়েছে জিও গ্রাহকদের। নতুন ট্যারিফে আনা হয়েছে ১৯৯ টাকা থেকে ২,১৯৯ টাকার ‘অল ইন ওয়ান’ প্ল্যান। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড জিও থেকে জিও প্ল্যানের সাথে রয়েছে প্রতিদিন ১.৫ জিবি থেকে ২ জিবি করে ডেটা। অন্য জিও ফোনের প্ল্যান অপরিবর্তিত রাখা হয়েছে আগের মতোই। থাকছে IUC সহ ৭৫ টাকা থেকে ১৮৫ টাকার প্ল্যান।
নতুন ট্যারিফ প্ল্যানগুলি হলো (জিও স্মার্টফোন) –
- ১৯৯ টাকা – ১.৫ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
- ২৪৯ টাকা – ২ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
- ৩৪৯ টাকা – ৩ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
- ৩৯৯ টাকা – ১.৫ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ৫৬ দিন।
- ৪৪৪ টাকা – ২ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ৫৬ দিন।
- ৫৫৫ টাকা – ১.৫ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট। বৈধতা ৮৪ দিন।
- ৫৯৯ টাকা – ২ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট। বৈধতা ৮৪ দিন।
এছাড়াও রয়েছে ১২৯ টাকা, ৩২৯ টাকা ও ১২৯৯ টাকার তিনটি প্ল্যান। যেগুলিতে ডেটা নির্দিষ্ট ও কল ভ্যালিডিটি আলাদা আলাদা।
জিও ফোনের ট্যারিফ প্ল্যান
- ৭৫ টাকা – ০.১ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
- ১২৫ টাকা – ০.৫ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
- ১৫৫ টাকা – ১ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
- ১৮৫ টাকা – ২ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
এছাড়াও রয়েছে ৪৯ টাকা, ৯৯ টাকা ও বেশি ভ্যালিডিটির বেশ কিছু জিও ফোন প্ল্যান, যেগুলি রিচার্জ করলে আলাদা টকটাইম রিচার্জ করতে হবে অন্য নেটওয়ার্কে কল করার জন্য। অন্য নেটওয়ার্কে কল করতে মিনিটে ৬ পয়সা করে চার্জ নেওয়া হবে।