নিজস্ব প্রতিবেদন : উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবার জন্য সব থেকে জরুরি হলো ডেটা হাব। আর পশ্চিমবঙ্গে এই ডেটা হাব তৈরি করার পথে এবার হাঁটতে চলেছে দেশের সবথেকে বড় টেলিকম সংস্থা Reliance Jio। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুকেশ অম্বানীর সংস্থাকে দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির জন্য ছাড়পত্র দিয়েছে সরকার। এর ফলে দুটি পথ খুলে রাজ্যের বাসিন্দাদের সামনে। প্রথমটি হলো ডেটা হাবের কারণে ইন্টারনেট পরিষেবা আন্তর্জাতিকমানের গতি সম্পন্ন হয়ে দাঁড়াবে এবং দ্বিতীয়টি হলো বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে রাজ্যে।
জানা গিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্য সরকার তাদের এই লক্ষ্যে পৌঁছাতে চাইছে। যে কারনেই এই কাজের বরাত দেওয়া হয়েছে মুকেশ আম্বানির সংস্থাকে। যদিও আগে এই কাজ কোন সরকারি সংস্থাকে দিয়ে সম্পন্ন করা হবে বলে ঠিক করা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় শিল্পপতি মুকেশ আম্বানি আগ্রহ প্রকাশ করায় সরকারি পদ্ধতি মেনে তার সংস্থাকে এই কাজের অনুমতি দেওয়া হয়েছে।
এই কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি করার জন্য মুকেশ আম্বানির সংস্থা এক হাজার কোটি টাকা নিয়োগ করবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ভারতে ১৫টি কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে। তবে সেগুলি রয়েছে চেন্নাই, মুম্বই, তুতিকোরিন, কোচিনের মতো বিভিন্ন শহরে। আর পশ্চিমবঙ্গে এই প্রথম এমন কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হতে চলেছে।
এই কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে আন্তর্জাতিক কেবলকে স্থানীয় কেবলের সাথে সংযুক্ত করা হবে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এর ফলে পূর্ব ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্টারনেটের গতি অনেকটাই বেড়ে যাবে। ইন্টারনেটের গতি বাড়লে ডেটা প্রসেসিং গতিও বাড়বে। সরকারি ভাবে বলা হয়েছে, ডেটা প্রসেসিং যত ভালোভাবে হবে ততো বিনিয়োগ এবং উন্নতির সুযোগ বাড়বে। আর এর ফলে উপকৃত হবে রাজ্যের সমস্ত ডেটা সেন্টার, তথ্যপ্রযুক্তি ও সহায়ক ক্ষেত্রগুলি। আর এর ফলে সংযোগ তৈরি হবে সিঙ্গাপুর ইতালি এবং মালয়েশিয়ার মত দেশগুলির সাথে।