নিজস্ব প্রতিবেদন : আর মাত্র দুদিন, তারপরেই শুরু ১৩ তম IPL। ১৯শে সেপ্টেম্বর শনিবার থেকে আরবে শুরু হচ্ছে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট লিগ। আর এবছর সব থেকে বড় বিষয় হলো মাঠে গিয়ে আইপিএল দেখার মত কোন সুযোগ নেই। প্রথম কারণ হলো করোনা আবহে দর্শকদের মাঠে প্রবেশ নিষেধ। আর দ্বিতীয় কারণ হলো আইপিএল আয়োজিত হচ্ছে বিদেশের মাটিতে। সুতরাং সরাসরি এই খেলা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টিভির পর্দায় অথবা ওটিটি প্লাটফর্মে।
অন্যদিকে বর্তমান যুগে টিভির তুলনায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে ওটিটি প্ল্যাটফর্ম। আর এই ওটিটি প্লাটফর্মে সরাসরি আইপিএল সম্প্রচার করবে ডিজনি প্লাস হটস্টার। এখানে সরাসরি আইপিএল দেখার জন্য দর্শকদের অবশ্যই ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন নিতে হবে, যার খরচ পড়ে সবথেকে কম ৩৯৯ টাকা। তবে এই ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন Jio তাদের গ্রাহকদের ৫টি রিচার্জের সাথে বিনামূল্যে দিচ্ছে।
৪০১ টাকা : ৪০১ টাকার এই রিচার্জ প্ল্যানে জিও গ্রাহকরা পেয়ে থাকেন প্রতিদিন ৩ জিবি হাইস্পিড ডেটা। এর পাশাপাশি এই প্ল্যানে রয়েছে জিও থেকে অন্য মোবাইলে কল করার জন্য ১০০০ মিনিট, জিও থেকে জিও আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এই প্লেনের বৈধতা ২৮ দিন। এই রিচার্জ প্ল্যানের সাথে জিও দিচ্ছে এক বছরের ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন বিনামূল্যে।
৪৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানটি জিওর তরফ থেকে আনা হয়েছে ক্রিকেট অ্যাড-অন প্ল্যান হিসাবে। এই রিচার্জ প্ল্যানে কল অথবা এসএমএসের মত কোন সুবিধা নেই। এই রিচার্জ প্ল্যানে কেবলমাত্র গ্রাহকদের যাওয়া হচ্ছে প্রতিদিন ১.৫ জিবি করে হাইস্পিড ডেটা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৫৬ দিন। এই প্ল্যানের সাথেও রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের দিচ্ছে এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন বিনামূল্যে।
৫৯৮ টাকা : ৫৯৮ টাকার রিচার্জ প্ল্যানে জিও গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে হাইস্পিড ডেটা পাবেন। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৫৬ দিন। এই রিচার্জ প্ল্যানে রয়েছে জিও থেকে জিও আনলিমিটেড কল এবং অন্য নেটওয়ার্কে কল করার জন্য মোট ২০০০ মিনিট। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুবিধা। জিওর তরফ থেকে এই রিচার্জ প্ল্যানে এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে বিনামূল্যে।
৭৭৭ টাকা : প্রতিদিন ১.৫ জিবি করে হাই স্পিড ডেটা রয়েছে এই রিচার্জ প্ল্যানে। এই রিচার্জ প্ল্যানে জিও থেকে জিও আনলিমিটেড কথা বলা যাবে। জিও থেকে অন্য মোবাইলে কথা বলার জন্য দেওয়া হচ্ছে মোট ৩০০০ মিনিট। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই রিচার্জ প্ল্যানে বৈধতা ৮৪ দিন। এই রিচার্জ প্ল্যানের সাথে জিও তাদের গ্রাহকদের এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন দিচ্ছে বিনামূল্যে।
২৫৯৯ টাকা : ২৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানে জিও গ্রাহকরা পাবেন এক বছরের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে হাইস্পিড ডেটা। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে রয়েছে জিও থেকে জিও আনলিমিটেড কল এবং অন্য মোবাইলে কথা বলার জন্য ১২০০০ মিনিট। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুবিধা। এই রিচার্জ প্ল্যানের সাথে জিও তাদের গ্রাহকদের এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন দিচ্ছে বিনামূল্যে।