নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে রিলায়েন্স জিও পা রাখার পর থেকেই একের পর এক অফার দিয়েছে গ্রাহকদের। যে সকল অফারের কারনে ধরাশায়ী হয়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি। তবে গত বছর ডিসেম্বর মাসে দেশের সমস্ত টেলিকম সংস্থাই একজোটে তাদের ট্যারিফ রেট বাড়ায়। আর এরপর জিও তাদের গ্রাহকদের জন্য নতুন একটি সুখবর দিল। এবার তারা নিয়ে এলো ডাবল ডেটা অফার, সাথে আবার জিও থেকে অন্য নেটওয়ার্কে কল জন্য ফ্রি মিনিট।
সম্প্রতি রিলায়েন্স জিও ট্যুইট করে এই সুখবরের কথা জানিয়েছে। ADD-ON ৪ জি ডেটার ক্ষেত্রে এবার তারা দিচ্ছে দ্বিগুণ ডেটা। সাথে সাথেই Add-On রিচার্জেই পাওয়া যাবে ফ্রি মিনিট। এই অফার পাওয়া যাচ্ছে ১১, ২১, ৫১ ও ১০১ টাকা দামের ডেটা ভাউচারে। আগে এই মূল্যে রিচার্জে যে পরিমাণ ডেটা পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে তার দ্বিগুণ ডেটা ও ফ্রি মিনিট।
Add-on 4G Data voucher to stay connected. Always.https://t.co/OJ7ZTAFdEU#COVID19 #StaySafe #StayConnected #JioDigitalLife pic.twitter.com/fCZiKUmzZn
— Reliance Jio (@reliancejio) March 20, 2020
১১ টাকায় পাওয়া যাচ্ছে ৮০০ এমবি, সাথে জিও থেকে অন্য মোবাইলে কল করার জন্য ৭৫ মিনিট। ২১ টাকায় পাওয়া যাচ্ছে ২ জিবি, সাথে পাওয়া যাচ্ছে জিও থেকে অন্য মোবাইলে কল করার জন্য ২০০ মিনিট। ৫১ টাকায় আগে যেখানেই পাওয়া যেত ৩ জিবি, এখন গ্রাহকরা পাবেন ৬ জিবি, সাথে জিও থেকে অন্য মোবাইলে কল করার জন্য ৫০০ মিনিট। ১০১ টাকায় আগে যেখানে পাওয়া যেত ৪ জিবি ডেটা, সেখানে এখন পাওয়া যাবে ১২ জিবি ডেটা। পাশাপাশি এই রিচার্জের সাথে জিও থেকে অন্য মোবাইলে কল করার জন্য পাওয়া যাচ্ছে ১০০০ মিনিট। তবে মনে রাখবেন এই প্রত্যেকটি প্ল্যান হলো Add-On প্ল্যান। অর্থাৎ আপনার মোবাইলে কোন রিচার্জ প্ল্যান সক্রিয় থাকা অবস্থায় বাড়তি ডেটা ও কলের জন্য।