নতুন সিম এবং MNP গ্রাহকদের জন্য নতুন অফার আনলো Jio

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Reliance Jio বর্তমানে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা হলেও প্রতিযোগিতার বাজারে তাদের কড়া টক্কর দিচ্ছে দেশের আরও এক টেলিকম সংস্থা Airtel। Trai-এর পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালের নভেম্বর মাস পর্যন্ত Jio-কে কড়া টক্কর দিয়ে Airtel সবথেকে বেশি গ্রাহক বৃদ্ধি করেছে। যে কারণে এবার মুকেশ আম্বানির সংস্থা নতুন সিম এবং MNP গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এলো।

Advertisements

Advertisements

সম্প্রতি Reliance Jio নতুন সিম এবং MNP গ্রাহকদের জন্য দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যাতে গ্রাহকদের আলাদা করে Prime মেম্বারশিপের জন্য ৯৯ টাকা খরচ করতে হবে না। অর্থাৎ কেবলমাত্র রিচার্জ প্ল্যানের টাকা খরচ করলেই নতুন কানেকশন অথবা নিজের নম্বর অপরিবর্তিত রেখে Jio-তে আসতে পারবেন। এই দুটি অফার প্রযোজ্য ১৪৯ এবং ৩৯৯ টাকার ক্ষেত্রে।

Advertisements

অর্থাৎ বর্তমানে কোন গ্রাহক যদি Reliance Jio-র নতুন কানেকশন অথবা Reliance Jio তে MNP করতে চান তাহলে তারা ১৪৯ অথবা ৩৯৯ প্ল্যান দুটির মধ্যে একটি বেছে নিতে পারেন। বাড়তি আর ৯৯ টাকা খরচ করতে হবে না। এমনকি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই সমস্ত গ্রাহকদের পরেও কোনদিন Prime মেম্বারশিপ নেওয়ার প্রয়োজন নেই।

১৪৯ টাকায় গ্রাহকরা পাবেন প্রতিদিন ১ জিবি করে ডেটা, ১০০টি করে এসএমএস এবং যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা ২৪ দিনের জন্য।

[aaroporuntag]
৩৯৯ টাকায় গ্রাহকরা পাবেন প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, ১০০টি করে এসএমএস এবং যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা ৫৬ দিনের জন্য।

Advertisements