Reliance Jio Offer: জিও গ্রাহকদের জন্য বাম্পার খবর! ৬০১ টাকা রিচার্জে মিলবে সারাবছর আনলিমিটেড ৫জি ডাটা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Reliance Jio Offer: ভারতীয় টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও। যে টেলিকম সংস্থা খুব কম সময়ের মধ্যেই টেলিকম মহলে বেশ বাজার দখল করেছে। মূলত সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্যাক চালু করে গ্রাহকদের আয়ত্তে এনেছে এই টেলিকম সংস্থা। সম্প্রতি সেরকমই গ্রাহকদের জন্যই এক দুর্দান্ত অফার চালু করল রিলায়েন্স জিও (Reliance Jio Offer)। যার মাধ্যমে এক বছরের জন্য আললিমিটেড ফাইভ-জি ডেটা অ্যাক্সেস করতে পারবে গ্রাহকরা। কত টাকার প্ল্যান? কিভাবেই বা এই প্ল্যান সক্রিয় করা যাবে? কাদের জন্যই বা এই প্যাক প্রযোজ্য? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Advertisements

প্রসঙ্গত পূর্বে জিওর যে ২৯৯ বা তার বেশি দামের প্ল্যানগুলি ছিল তাতে সীমাহীন ৫জি ডাটা অ্যাক্সেস করার সুবিধা ছিল না। কমপক্ষে দৈনিক ২ জিবি ডাটা অন্তর্ভুক্ত ছিল এই প্ল্যানগুলিতে। তবে সাম্প্রতিক রিলায়েন্স জিও (Reliance Jio Offer) একটি দুর্দান্ত ৫জি আপগ্রেড ভাউচার চালু করেছে। যা মূলত প্রিপেড ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ।

Advertisements

আরো পড়ুন: Netflix এর মজা নিন Reliance এর নতুন লঞ্চ হওয়া ওয়েবসাইট JioStar -এ, খরচ পড়বে মাত্র ১৫ টাকা

অর্থাৎ ইতিমধ্যে যেসব গ্রাহকরা ২৯৯ টাকার প্যাক রিচার্জ করেছেন তারা এই ভাউচারটি কিনতে পারবেন। যার মূল্য ৬০১ টাকা। অর্থাৎ ১ বছরে এককালীন ৬০১ টাকা ব্যয় করে ১২ মাসের জন্য পাওয়া যাবে আনলিমিটেড ফাইভ-জি ডাটা। যে ভাউচার কেনা যাবে মাই জিও অ্যাপ অথবা জিওর ওয়েবসাইট থেকে।

Advertisements

আরো পড়ুন: জিও, এয়ারটেল বা BSNL ব্যবহার করলে জানতে হবে নতুন নিয়ম

রিলায়েন্স জিওর এই ৬০১ টাকার রিচার্জ প্যাক (Reliance Jio Offer) একবার কিনলে পাওয়া যাবে ১২টি পৃথক পৃথক ডাটা ভাউচার। যার প্রতি ভাউচার মূল্য ৫১ টাকা। প্রতি মাসে এই একটি করে ভাউচার সক্রিয় করলে ৩০ দিনের জন্য সীমাহীন ৫জি ডেটা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। কিভাবে সক্রিয় করা যাবে?

রিলায়েন্স জিওর এই বাম্পার অফার (Reliance Jio Offer) সক্রিয় করতে গেলে প্রথমে My Jio অ্যাপ অথবা জিও.কম ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখান থেকে ৬০১ টাকার উপহার কার্ড কিনতে হবে। যা এক বছরের জন্য আনলিমিটেড ৫জি ডাটা অ্যাক্সেসের প্রতিশ্রুতি দেবে। মূলত জিও অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে এই ভাউচারটি কেনা যাবে। যা কেনার পর রিডিম করতে পারেন অথবা মাই জিও অ্যাপের মাধ্যমে কোনো বন্ধুকে স্থানান্তর করতে পারেন। যে প্যাকের মাধ্যমে বারো মাসে ব্যবহার করা যাবে আনলিমিটেড ৫জি ডাটা। যদিও সংস্থা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো নিশ্চিত করেনি।

Advertisements