নিজস্ব প্রতিবেদন : ভারতীয় টেলিকম বাজারে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতায় গ্রাহকদের জন্য একের পর এক দুর্দান্ত অফার ঘোষণা করে চলেছে প্রতিটি সংস্থাই। তবে এই সংস্থাগুলি গত ডিসেম্বর মাসে তাদের ট্যারিফ রেট বাড়িয়ে দেয় ৩৯ থেকে ৪২ শতাংশ পর্যন্ত। যে কারণে হঠাৎ করে দাম বাড়ায় সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। তবে এর পরেও ভারতীয় বাজারে অন্যতম ৪জি সংস্থা রিলায়েন্স জিও নতুন অফার নিয়ে এলো গ্রাহকদের জন্য।
মঙ্গলবার রিলায়েন্স জিওর তরফ থেকে তাদের ট্যুইটার হ্যান্ডেল একটি পোষ্টের মাধ্যমে জানিয়েছে এই ২০২০ নিউ ইয়ার অফার সম্পর্কে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “রিচার্জ করুন ২০২০ টাকার আর এক বছরের জন্য লাইভ আনলিমিটেড।”
ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে রিলায়েন্স জিওর তরফ থেকে এই নতুন অফারে ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। ২৪ শে ডিসেম্বর থেকে এই অফার শুরু হলেও কতদিন এই অফার চলবে তা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি সংস্থার তরফ থেকে।
Happy 2020 @ Rs 2020.
Live unlimited for 1 year. Recharge now.#HappyNewYear #JioDigitalLife pic.twitter.com/sukmTn76q9— Reliance Jio (@reliancejio) December 23, 2019
জিও গ্রাহকরা এই ২০২০ টাকার রিচার্জ করলে পাবেন ৫৪৭.৫ জিবি ইন্টারনেট অর্থাৎ এক বছরের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট। ১২০০০ মিনিট অন্য নেটওয়ার্কে কলের সুবিধা। জিও থেকে জিও আনলিমিটেড কল। প্রতিদিন ১০০ টি করে এসএমএস। ১২০০০ মিনিট ফুরিয়ে যাওয়ার পর মিনিটে ৬ পয়সা করে নেওয়া হবে গ্রাহকদের থেকে।