নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসে ভারতের সবথেকে বড় ৪জি সংস্থা রিলায়েন্স জিও লাগু করেছিল অন্য নেটওয়ার্কে কল করার জন্য প্রতি মিনিটে ৬ পয়সা। অন্য নেটওয়ার্কে আলাদা করে কল চার্জ ঘোষণার পরই বহু গ্রাহক রিলায়েন্স জিও থেকে মুখ ঘুরিয়ে চলে যায় এয়ারটেল, ভোডাফোন অথবা আইডিয়ার মত নেটওয়ার্কে। তবে সোমবার এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার তরফ থেকে জানানো হয়, আগামী ১লা ডিসেম্বর থেকে তাদের ট্যারিফ রেট বাড়ানো হবে।
খবর অনুযায়ী, আগামী ১লা ডিসেম্বর থেকে এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া তাদের ট্যারিফ রেট পরিবর্তন করতে চলেছে। এই পরিবর্তনে বাড়তে চলেছে ট্যারিফের দাম। তবে কিভাবে বা কত ট্র্যারিফের দাম বাড়ানো হবে তা নিয়ে এখনো পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি।
আর মঙ্গলবার মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিওও জানিয়ে দিলো মোবাইল থেকে ফোন কল এবং ডেটা ব্যবহারের খরচ বাড়ানো হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। জিও-র তরফ থেকে জানানো হয়েছে, “অন্যান্য অপারেটরদের মত আমরাও সরকারের সঙ্গেই কাজ করি এবং ভারতীয় গ্রাহকদের সুবিধার্থে নিয়ন্ত্রকের নিয়মাবলী মেনে চলি ও পদক্ষেপ গ্রহণ করি। আগামী কয়েক সপ্তাহে শুল্ক বাড়ানো, এমনভাবে তা করা হবে, যাতে ডেটা ব্যবহারে খারাপ প্রভাব না পড়ে।”
#RelianceJio says the company will take measures including tariff hikes in next few weeks. They added that the #tariff hikes, other measures will not adversely impact data consumption or growth in digital adoption #Jio pic.twitter.com/QySyHiNsjv
— moneycontrol (@moneycontrolcom) November 19, 2019
প্রসঙ্গত দিন কয়েক আগে ভোডাফোনের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছিল ভারতে তাদের ব্যবসা করা খুব কষ্টকর হয়ে পড়ছে দিনের পর দিন। টেলিকম ইন্ডাস্ট্রির বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই সংস্থার সিইও নিক রিড জানিয়েছিলেন, ভারতে তাদের ব্যবসার ভবিষ্যত অনিশ্চিত৷ তার জন্য বিশেষ কোনও সংস্থা দায়ী নয়৷ সমস্যাটা হচ্ছে চড়া কর, কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা ও বকেয়া লাইসেন্স নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়৷ চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক রিপোর্ট অনুযায়ী এই সংস্থার ৫০,০০০ কোটি টাকার বেশি ক্ষতির সম্মুখিন। শুধু ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রেই নয়, একই পরিস্থিতি এয়ারটেলেরও। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ৪,৮৭৪ কোটি টাকা লোকসানের মুখ দেখেছিল ভারতের এই জনপ্রিয় টেলিকম সংস্থাটি আর চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ২৩,০৪৫ কোটি টাকা লোকসানের মুখ দেখেছে ভারতী এয়ারটেল।