নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে জিও। জিও আসার পর ব্যবহারকারীদের মোবাইল খরচ অনেক কমেছে। সঙ্গে অফুরন্ত ইন্টারনেট এবং আনলিমিটেড কল। তবে গত বছর ডিসেম্বর মাসে এই টেলিকম সংস্থা অন্যান্য টেলিকম সংস্থার মতই নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার কারণে ক্ষুন্ন হন গ্রাহকরা।
জিও নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করলেও বিভিন্ন ক্ষেত্রে নানান অফার দিয়ে আসছে তাদের গ্রাহকদের। এই সকল অফারের মধ্য দিয়ে তারা রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে নানান ছাড় দিচ্ছে গ্রাহকদের। সেইরকমই এবার এই টেলিকম সংস্থা ৩০ এপ্রিল পর্যন্ত রিচার্জে ১০০ টাকা ছাড় দেওয়ার অফার নিয়ে এসেছে।
জিওর অফিশিয়াল ওয়েবসাইটে থাকা ব্র্যান্ড অফার্স অপশন থেকে এই ক্যাশব্যাক সংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছে। এই অফার দেওয়া হচ্ছে মূলত মোবিকুইক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে। মোবিকুইক সংস্থার নতুন ব্যবহারকারীরা যদি মোবিকুইক অ্যাপ থেকে তাদের জিও নম্বর রিচার্জ করে থাকেন তাহলে ৩০ এপ্রিল পর্যন্ত রিচার্জ এর ক্ষেত্রে ১০০ টাকা ছাড় পাবেন। তবে এই ছাড় পাওয়ার ক্ষেত্রে শর্ত রয়েছে।
এই ১০০ টাকা ছাড়া পাওয়ার জন্য মোবিকুইক নতুন ব্যবহারকারী হওয়ার পাশাপাশি রিচার্জ করতে হবে সর্বনিম্ন ৩৯৯ টাকার কোন রিচার্জ প্ল্যান। অর্থাৎ ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, ৩৯৯ টাকা বা তার বেশি রিচার্জ করার ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে।
এক্ষেত্রে জানিয়ে রাখা ভাল, কেবলমাত্র একবারই মোবিকুইক ব্যবহারকারীরা এই অফার পাবেন। প্রথমবার রিচার্জ করার ক্ষেত্রে এই ছাড় পাওয়ার পর দ্বিতীয়বার রিচার্জ করার ক্ষেত্রে আর এই ধরনের ছাড় দেওয়া হবে না।