Reliance Jio: ভারতের পর এবার বিদেশ! 4G, 5G পরিষেবায় এবার আম্বানির হাত পড়বে এই দেশে

Prosun Kanti Das

Published on:

Advertisements

After India, Ambani’s Reliance Jio is going to launch 4G and 5G services abroad: বহুদিন ধরে ভারতে ব্যবসা করছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। বর্তমানে ভারতের নন লিস্টেড টেলিকম সংস্থা গুলির মধ্যে প্রথম স্থানাধিকারী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে রিলায়েন্স জিও। সম্প্রতি এই সংস্থা সম্পর্কে নতুন একটি তথ্যপ্রকাশ্যে এসেছে। এই সংস্থাকে নিয়ে একটি নতুন পদক্ষেপ নেবার পরিকল্পনা করেছেন মুকেশ আম্বানি। তথ্যসূত্রে জানা গেছে, ভারতের বাজার ছাড়িয়ে এবার আফ্রিকাতেও প্রবেশ করতে চলেছে রিলায়েন্স জিওর (Reliance Jio) পরিষেবা।

Advertisements

আফ্রিকান দেশ ঘানা তাদের টেলিকম পরিষেবা উন্নতি করতে চাইছে। সেই উদ্দেশ্যে রিলায়েন্স জিওর (Reliance Jio) সহযোগী সংস্থা টেক মাহিন্দ্রা এবং নোকিয়া ও রেডিসিসের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে এই দেশ। তথ্য অনুযায়ী, মোট চুক্তির পরিমাণ ২০ কোটি ডলার ধার্য করা হয়েছে। ঘানার মূল উদ্দেশ্য হলো দেশে টেলিকম বিভাগে ন্যায্য মূল্যে ৪ জি, ৫জি পরিষেবা চালু করার জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করার উদ্দেশ্যে এই চুক্তিতে স্বাক্ষর করেছে ঘানা। এছাড়াও আগামী ৬ মাসের মধ্যে সে দেশের স্থানীয় টেলিকম কোম্পানিগুলি শেয়ার পরিকাঠামোকে ব্যবহার করে ফাইভ-জি পরিষেবা চালু করতে চলেছে।

Advertisements

ঘানার ডিজিটালাইজেশন এবং যোগাযোগ মন্ত্রী তাদের দেশে টেলিকম সংস্থার উন্নতির জন্য ভারতকে তাদের কৌশলগত পছন্দ হিসেবে চিহ্নিত করেছে। বর্তমানে ভারত টেলিকম পরিষেবার ক্ষেত্রে যে সাফল্যকে ছুঁয়েছে, সেই একই ঘটনার পুনরাবৃত্তি করতে চাইছে আফ্রিকান দেশ ঘানাও। মাত্র কয়েক বছর আগে শুরু হওয়া রিলায়েন্স জিও ভারতীয় টেলিকম সংস্থাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তাই ঘানার টেলিকম পরিস্থিতি উন্নতিকল্পে রিলায়েন্স জিওকে (Reliance Jio) সবথেকে বেশি উপযোগী বলে মনে করছে সেই দেশ। সেই সুযোগে মুকেশ আম্বানিও নিতে চলেছে একটি নতুন পদক্ষেপ আন্তর্জাতিক স্তরে রিলায়েন্স জিওকে প্রতিষ্ঠা করার এটি একটি বড় সুযোগ।

Advertisements

আরও পড়ুন ? Adani UPI: রাতের ঘুম উড়ল গুগল পে, ফোন পের! UPI জগতে মেগা এন্ট্রি নিচ্ছেন আদানি

টেলিকম পরিষেবা সম্পর্কে ভারতের অভিজ্ঞতা তুলনামূলক কমই বলা চলে। অন্যদিকে প্রতিবেশী দেশ চীন এই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ। তারপরও কেন চীনকে বাদ দিয়ে ভারতকে বেছে নিল আফ্রিকান দেশ ঘানা? সেই প্রশ্ন করা হয়েছিল মন্ত্রী উরসুলাকে। তিনি জানান, তারা কোন রাজনৈতিক পরিস্থিতিতে জড়াতে চান না। তাদের দেশের জন্য সবচেয়ে ভালো পরিষেবাটিকে বেছে নিতে চান তারা। আর তাই ভারতের টেলিকম পরিষেবাকে বেছে নেওয়াই শ্রেয় বলে মনে করছেন তারা। তবে ঘানা যেহেতু ৩৩ টি দেশ নিয়ে গঠিত স্মার্ট আফ্রিকার অংশ। তাই বাকি ৩২ টি দেশও এই পরিষেবার উপরে কড়া নজরদারি রাখবে। এই পরিষেবা তাদের দেশেও চালু করা সম্ভব কিনা তা নিশ্চিত হওয়ার জন্য।

আফ্রিকান দেশ ঘানার ডিজিটালাইজেশন মন্ত্রী জানায়, তারা তাদের দেশে ৫ জি এবং ৪ জি টেলিকম পরিষেবার পাশাপাশি স্যাটেলাইট সংযোগ চালু করা নিয়েও পরিকল্পনা করছেন। এই বিষয়ে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এলেন মাস্কের সঙ্গেও। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে আফ্রিকার সবচেয়ে বড় টেলিকম অপারেটর সংস্থা হিসেবে পরিচিত ভারতী এয়ারটেল, অর্থাৎ জিওর প্রধান প্রতিদ্বন্দ্বী। মুকেশ আম্বানির নেওয়া এই নতুন পদক্ষেপ রিলায়েন্স জিওকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করার জন্য বেশ গুরুত্বপূর্ণ বলা চলে। আন্তর্জাতিক স্তরে ব্যবসা বাড়ানোর জন্য রিলায়েন্স জিওর (Reliance Jio) প্রথম পদক্ষেপ ঘানার সাথে হওয়া এই চুক্তিটি।

Advertisements