মাত্র ১০% টাকা জমা করলেই মিলবে JioPhone Next

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স জিও প্রতিনিয়ত নতুন নতুন অফার নিয়ে আসছে তাদের গ্রাহকদের জন্য। আর এবার তারা আনতে চলেছে সব থেকে সস্তার স্মার্টফোন। গুগলের সাথে গাঁটছড়া বেঁধে এই স্মার্টফোন আগামী ১০ সেপ্টেম্বর বাজারে আসতে চলেছে।

Advertisements

Advertisements

রিলায়েন্স সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি আগেই জানিয়েছিলেন, তারা যে স্মার্টফোন JioPhone Next আনতে চলেছে তা শুধু ভারতবর্ষে নয়, গোটা বিশ্বের সামনে সস্তার স্মার্টফোন হিসেবে নজির সৃষ্টি করবে। তবে এই ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়নি তাদের এই স্মার্টফোনের দাম কত হতে চলেছে।

Advertisements

স্মার্টফোনের দাম কত হতে চলেছে তা সংস্থার তরফ থেকে জানানো না হলেও একাধিক সূত্রে জানা যাচ্ছে, এই স্মার্টফোনের তিন রকম ভেরিয়েন্ট আসতে চলেছে। যেসকল ভেরিয়েন্টের মধ্যে সর্বনিম্ন দামের স্মার্টফোনটি হতে চলেছে ৩৪৯৯ টাকার ধারে পাশে। এছাড়াও JioPhone Next-এর বেস ভেরিয়েন্টের দাম হতে পারে ৫০০০ টাকা এবং অ্যাডভান্স ভেরিয়েন্টের দাম হতে পারে ৭০০০ টাকা।

অন্যদিকে মুকেশ আম্বানি আগেই ঘোষণা করেছিলেন দেশের প্রতিটি মানুষের হাতে এই স্মার্টফোন পৌঁছে দেওয়ায় হল সংস্থার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সফল করতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা যাচ্ছে মাত্র ১০% টাকা জমা করলেই মিলবে JioPhone Next। এর জন্য ইতিমধ্যেই রিলায়েন্স স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পিরামাল ক্যাপিটাল, আইডিএফসি ফার্স্ট অ্যাসিওর এবং ডিএমআই ফাইন্যান্সের সঙ্গে আলোচনা করেছে। এছাড়াও আরও চারটি নন-ব্যাঙ্কিং ফিন্যান্স সংস্থার সঙ্গেও ঋণের বিষয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে।

আর এমনটা যদি বাস্তবায়িত হয় তাহলে গ্রাহকরা ৩৫০০ টাকার ফোনটি কেনার ক্ষেত্রে মাত্র ৩৫০ টাকা, ৫০০০ টাকার ফোন টি কেনার ক্ষেত্রে মাত্র ৫০০ টাকা এবং ৭০০০ টাকার ফোনটি কেনার ক্ষেত্রে মাত্র ৭০০ টাকা ডাউনপেমেন্ট দিয়েই এই স্মার্টফোন হাতে তুলে নিতে পারবেন। হাতে ফোন পাওয়ার পর মাসে মাসে নির্ধারিত স্ক্রিম অনুযায়ী কিস্তি দিতে হবে।

Advertisements