Reliance Jio Mega Campus: কপাল খুলতে চলেছে বাংলার, এই জায়গায় ৬৪ বিঘা জমিতে তৈরি হবে Jio ডেটা সেন্টার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Reliance Jio to build Mega Data Campus on 64 Bigha land in West Bengal: আমাদের পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বড় বড় কোম্পানিগুলোর কেন্দ্র বিন্দু হয়ে উঠছে। রিলায়েন্স জিওর নতুন ক্যাম্পাস (Reliance Jio Mega Campus) গড়ে উঠতে চলেছে রাজারহাট নিউটাউনে। ৬৪ বিঘা জমিতে তৈরি হতে চলেছে এই ডেটা সেন্টারটি। প্রজেক্টর কাজ সম্পন্ন হলে পূর্ব ভারতের জিওর সব থেকে বড় ক্যাম্পাস হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে এই ক্যাম্পাসটি। বেশ কয়েক বছর আগে পশ্চিমবঙ্গে একটি ডেটা সেন্টার উদ্বোধন করার ঘোষণা করে রিলায়েন্স গ্রুপ। ২০২০ সালে সেই প্রজেক্ট এর ভিত পুজো হয় কিন্তু কোভিড চলাকালীন থমকে যায় কাজ। তবে এখন প্রজেক্ট এর বিল্ডিং তৈরির কাজ চলছে জোর কদমে।

Advertisements

কলকাতার পার্শ্ববর্তী শহর নিউটাউনে ৪০ একর জমির উপর চলছে এই বিরাট কর্মযজ্ঞ। ক্যাম্পাসের (Reliance Jio Mega Campus) মধ্যে থাকবে একটি ডেটা সেন্টার যা পূর্ব ভারতের সবচেয়ে সেন্টার হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। এর ফলে অনেক যুবক যুবতীর কর্মসংস্থান হবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাসটির মধ্যে থাকবে রিলায়েন্স জিও কর্পোরেট আইটি পার্কও।

Advertisements

রাজ্য সরকার নিউটাউনকে সিলিকন ভ্যালি হাব সেন্টার হিসেবে গড়ে তুলতে চাইছে, ইতিমধ্যে অনেক বড় বড় কোম্পানি নিউটাউনে তাদের প্রজেক্ট, ক্যাম্পাস, প্রধান কার্যালয় ইত্যাদি উদ্বোধন করার কথা ঘোষণা করেছেন। এই তালিকায় আছে রিলায়েন্স, এইচডিএফসি, ইনফোসিসের মতো নামকরা কম্পানির নামও।

Advertisements

আরও পড়ুন ? Jio Unlimited Data Plan: রাতের ঘুম উড়ল এয়ারটেলের! আনলিমিটেড ইন্টারনেট প্ল্যান এনে সবাইকে পিছনে ফেলে দিল জিও

নিউটাউনের অ্যাকশন এরিয়া থ্রি তে ইনফোসিস কোম্পানির প্রধান কার্যালয় খোলার কাজ চলছে। কাজ প্রায় শেষ হয়ে এসেছে বর্তমানে সেই ছবি সোশ্যাল মিডিথ্রয় ভাইরাল হয়ে রয়েছে। ইনফোসিসের মূল ফটকের সামনে বাংলায় ইনফোসিস লেখা দেখে রাজ্যবাসী আপ্লুত। এই কাজটিও অনেকদিন আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কোভিডের জন্য তা সম্ভব হয়নি। কোভিড চলাকালীন ওয়ার্ক ফ্রম হোম চালু থাকায় কোম্পানি নতুন করে কোন বিনিয়োগ করতে চায়নি এই প্রোজেক্টের উপর। কিন্তু এখন সেই প্রজেক্ট এর কাজ শেষ করে ২০২৪ এই অফিসটির উদ্বোধন হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে নিউ টাউনে এইচডিএফসি কর্পোরেট অফিসের বিল্ডিং তৈরির কাজও প্রায় শেষ হয়ে এসেছে। ২৬ তলা বিল্ডিংটি হতে চলেছে এইচডিএফসি কোম্পানির নতুন রিজিওনাল হেডকোয়ার্টার সব মিলিয়ে বলাই যায় যে খুব শীঘ্রই কলকাতা সংলগ্ন নিউটাউন বড় বড় কোম্পানির প্রধান কেন্দ্র হতে চলেছে আর এই প্রকল্পগুলির মাধ্যমে বেকার থেকে সকার হতে চলেছে বহু যুবক-যুবতী। আম্বানিদের হাত ধরে গড়ে ওঠা রিলায়েন্সের এই নতুন ডেটা সেন্টারটির উদ্বোধন হতেও বাকি আর মাত্র কয়েকটা দিন। ২০২৪ এ নিউটাউনে বেশ কিছু বড় বড় কোম্পানি তাদের প্রকল্পগুলির শুভ উদ্বোধন করতে পারে বলে মনে করছে রাজ্যবাসী।

Advertisements