Advertisements

Reliance Jio: ৫০০০ কোটির বিয়ের খরচ ৩ মাসেই আম্বানিকে পুষিয়ে দেবে জিও! রইল হিসেব-নিকেশ

Prosun Kanti Das

Published on:

Reliance Jio will pay Rs 5,000 crore for son’s wedding expenses in 3 months: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি শুধুমাত্র এই দেশে নয়, গোটা বিশ্বে পরিচিত তার ব্যবসা এবং ধন-সম্পদের জন্য। বিভিন্ন ব্যবসাতেই তিনি যথেষ্ট সফলতা লাভ করেছেন। তার কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়ে রীতিমতো একটি নিদর্শন গোটা বিশ্বের কাছে। নামিদামি বলিউড তারকা থেকে শুরু করে হলিউডের বিভিন্ন তারকারাও অনন্ত এবং রাধিকার বিবাহের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিল। বিয়ের খরচ রীতিমতো অবাক করে দেবে গোটা বিশ্বকে। সূত্র মারফত খবর এসেছে যে, অনন্ত এবং রাধিকার বিয়েতে খরচ হয়েছে মোট ৫০০০ কোটি টাকা। তবে মুকেশ আম্বানির সম্পত্তির কাছে এই খরচ কিছুই নয়। সম্প্রতি জিও (Reliance Jio) থেকে তিনি যা লাভ করেছেন তাতেই উঠে যাবে এই বিয়ের খরচ।

Advertisements

বিশেষজ্ঞরা বলেছেন যে, ৫০০০ কোটি টাকা আসলে মুকেশ অম্বানীর মোট সম্পত্তির মাত্র ০.০৫ শতাংশ। রিলায়েন্স জিও থেকে তিনি যা লাভ করেছেন তাতে সোনায় সোহাগা মুকেশ আম্বানির। রিলায়েন্স জিও (Reliance Jio) বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এবং এপ্রিল, মে ও জুন মাসে এই সংখ্যা থেকে প্রচুর পরিমাণে লাভ করেছে আম্বানি পরিবার। অনন্ত-রাধিকার বিয়ের পর আম্বানি পরিবারে বয়ে গেছে খুশির খবর।

Advertisements

প্রথম ত্রৈমাসিকে আসা রিলায়েন্স জিও ইনফোকমের হিসাব অনুযায়ী এই সংস্থা লাভ এনে দিয়েছে গত বছরে তুলনায় অনেকাংশে বেশি। গত বছরের প্রথম ত্রৈমাসিকে নেট প্রফিট হয়েছিল ৪,৮৬৩ কোটি টাকা। এবছর এই সংস্থা যা লাভ করেছে তা ছাড়িয়ে গেছে গত বছরের নেট প্রফিটকে। এই বছর রিলায়েন্স জিও (Reliance Jio) থেকে লাভ এসেছে ৫,৪৪৫ কোটি টাকা। গত বছরে তুলনায় লাভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ শতাংশ।

Advertisements

আরও পড়ুন ? Jio Recharge Plan: গ্রাহক চলে যাচ্ছে BSNL-এ! টের পেতেই টেক্কা দিতে ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনলো জিও

রিলায়েন্স জিও (Reliance Jio) কিন্তু আর 4G তে আটকে নেই বরঞ্চ তারা এখন 5G নিয়ে কাজ করতে ব্যস্ত। ২০১৬ সালে প্রথম এই কোম্পানিটির সুচনা হয় তারপরে আর কখনো ফিরে তাকাতে হয়নি রিলায়েন্স জিওকে। ধাপে ধাপে দেশের বৃহত্তম টেলিকম সংখ্যায় পরিণত হয়েছে এটি। শুধুমাত্র ইন্টারনেট নয়, মোবাইল ডিভাইস, জিও এয়ার ফাইবার থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ সহ একাধিক পরিষেবা প্রদান করছে গ্রাহকদের।

বিগত কয়েকদিন ধরে বিভিন্ন টেলিকম সংস্থা বাড়িয়ে দিয়েছে তাদের ট্যারিফ রেট। সেই তালিকাতে নাম রয়েছে রিলায়েন্স জিওর। এই কারণে রিলায়েন্স জিও থেকে শুরু করে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া সবাইকেই পড়তে হয়েছে সমালোচনার মুখে। কিন্তু এত কিছুর পরেও কমে যায়নি রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যা এমনটাই মন্তব্য করেছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। জুন ত্রৈমাসিকে জিও-র সঙ্গে যুক্ত হয়েছে ৯ মিলিয়ন অর্থাৎ ৯০ লক্ষ গ্রাহক।

Advertisements