নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ডিসেম্বর মাসের ৬ তারিখ থেকে সিদ্ধান্ত নেয় তাদের ট্যারিফ প্লানের মূল্য বাড়ানোর। সেই মতো বেড়ে যায় তাদের গ্রাহকদের মোবাইল খরচ। তবে তারই মাঝে সংস্থার তরফ থেকে জানানো হয় জিও ফোন গ্রাহকদের প্লানের ক্ষেত্রে কোনরকম পরিবর্তন করা হচ্ছে না। এই খবরে খুশির হাওয়া বইতে থাকে জিও ফোন গ্রাহকদের মধ্যে।
কিন্তু দেখা গিয়েছে, ট্যারিফ রেট পরিবর্তনের মাঝেই হঠাৎ করে রিলায়েন্স জিও উঠিয়ে দিয়েছে জিও ফোনের সর্বনিম্ন রিচার্জটি। জিও ফোনের এযাবত সর্বনিম্ন রিচার্জ ছিল ৪৯ টাকা। যা আর বাজারে উপলব্ধ নয়। তবে আগের মতই রাখা হয়েছে ৯৯ টাকা ও ১৫৩ টাকা, ২৯৭ টাকা এবং ৫৯৪ টাকার প্ল্যানগুলিকে। তবে এই সকল প্ল্যানগুলিতে অন্য মোবাইলে কল করার জন্য কোনো রকম সুবিধা দেওয়া হচ্ছে না। অন্য মোবাইলে ফোন করতে হলে আলাদা করে টপ-আপ ভরতে হবে। পাশাপাশি থাকছে নতুন জিও ফোন All-in-One প্ল্যানগুলি।
তাহলে এখন জিও ফোন গ্রাহকরা কোন কোন রিচার্জ করতে পারবেন?
জিও ফোনের বর্তমানে সর্বনিম্ন রিচার্জ হল ৭৫ টাকা, তারপরেই রয়েছে ৯৯ টাকা, ১২৫ টাকা, ১৫৩ টাকা, ১৫৫ টাকা, ১৮৫ টাকা, ২৯৭ টাকা এবং ৫৯৪ টাকা।
৭৫ টাকা – ০.১ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
১২৫ টাকা – ০.৫ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
১৫৫ টাকা – ১ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
১৮৫ টাকা – ২ জিবি/প্রতিদিন। জিও থেকে জিও ফ্রি। অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট। বৈধতা ২৮ দিন।
আর বাকি রিচার্জগুলিতে প্ল্যান অনুযায়ী জিও ফোনের বৈধতা এবং ডেটা পাওয়া গেলেও অন্য মোবাইলে ফোন করার জন্য আলাদা করে টাকা ভরতে হবে গ্রাহকদের।