Mukesh Ambani: বাজারে অর্ধেক দামে পাওয়া যাবে রিলায়েন্সের পানীয়, পুজোর আগে নয়া চাল মুকেশ আম্বানির

Prosun Kanti Das

Published on:

Advertisements

Mukesh Ambani: ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। বর্তমানে তিনি সফট ড্রিঙ্কের ব্যবসায় প্রয়োগ করলেন এক বড় রকমের কৌশল। তিনি ইতিমধ্যেই বাজারে এনেছেন প্রায় পঞ্চাশ বছরের পুরনো কোম্পানি ক্যাম্পা কোলাকে। আর তা বিক্রির ক্ষেত্রেই নেওয়া হয়েছে নয়া কৌশল।

Advertisements

শিল্পপতি হিসাবে তার (Mukesh Ambani) চিন্তাভাবনা অন্যদের থেকে অনেকটাই আলাদা। মূলত তিনি এতটাই সফল ব্যবসায়ী যে, যেখানেই তিনি হাত দেন তাতেই যেন সোনা ফলে। সফট ড্রিংক এর ব্যবসায় এসে তিনি এত কম দামে পানীয় বাজারে লঞ্চ করেছেন যে সমস্যায় পড়তে হচ্ছে অন্যান্য কোম্পানিগুলোকে। রিলায়েন্স জিও লঞ্চ করার সময়ও তার জন্যই দাম কমাতে হয়েছিল অন্যান্য টেলিকম সংস্থাগুলোকে। ক্যাম্পা কোলাও এখন একই দিকে ইঙ্গিত করছে।

Advertisements

বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন যে, ৭০-৮০-র দশকে আমেরিকাতে শুরু হয়েছিল ‘কোলা যুদ্ধ’, বর্তমানে তা দেখা যাচ্ছে ভারতে। অন্যান্য নামিদামি সফট ড্রিংক এর কোম্পানিগুলোকে রীতিমতো প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। রিলায়েন্স কর্তার (Mukesh Ambani) নতুন কার্বনেটেড সফট ড্রিঙ্ক ব্র্যান্ড ক্যাম্পার সঙ্গে কোকা-কোলা এবং পেপসিকোর প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গিয়েছে। উৎসবের মরশুমকেই হাতিয়ার বানিয়েছেন মুকেশ আম্বানি, এই সময়ে সফট ড্রিংক এর দাম কমিয়ে নিজের জায়গাকে আরো শক্ত করতে চাইছেন তিনি।

Advertisements

আরো পড়ুন: এই স্টেশনে যেতে গেলে লাগে পাসপোর্ট-ভিসা, ভারতে কোথায় আছে এমন স্টেশন

একটি প্রতিবেদনের মারফত জানা গেছে যে, উৎসবের মরসুম শুরুর আগে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস নতুন ক্যাম্পা রেঞ্জ লঞ্চ করতে চলেছে। অন্যান্য সফট ড্রিঙ্ক কোম্পানিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ক্যাম্পার দাম অন্যান্য সংস্থার তুলনায় কমিয়ে প্রায় অর্ধেক করে দিয়েছেন। এই সফট ড্রিঙ্কের বাজারে সবচেয়ে বেশি শেয়ার রয়েছে কোকা কোলার। পেপসি রয়েছে দ্বিতীয় স্থানে। ক্যাম্পা কোলার প্রবেশ রীতিমত উদ্বিগ্ন করছে অন্যান্য কোম্পানিগুলোকে।

ঠিক একই কৌশল তিনি আগেও প্রয়োগ করেছেন টেলিকম সংস্থার ক্ষেত্রে। রিলায়েন্স জিও চালু হয়েছিল ২০১৬ সালে, অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলোকে রীতিমত প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়েছিল সেই সময়। কিছু সংস্থা জোট বেঁধে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল তখন। জিও বাজারে আসার পর এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, ইউনিনর, বিএসএনএল-এর মতো সংস্থায় বিপাকে পড়ে গিয়েছিল। এই সমস্ত কোম্পানিগুলোকে তাদের রিচার্জ প্ল্যান এর মূল্য কমাতে হয়েছিল। শুধু তাই নয় আনতে হয়েছিল নানা রকমের আকর্ষণীয় অফার। বিনামূল্যে ডেটা এবং ফ্রি কলিংয়ের মতো Jio-র অফারের কারণে পিছিয়ে পড়েছিল দেশের তবড় তাবড় টেলিকম সংস্থাগুলো।

Advertisements