ঠান্ডা পানীয় থেকে সাবান, এই সকল ব্র্যান্ডে ৩৫ শতাংশ ছাড় দিচ্ছে Reliance

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : FMCG বিভিন্ন প্রোডাক্ট সস্তায় দেওয়ার জন্য বরাবর নাম রয়েছে রিলায়েন্সের (Reliance)। দেশ তথা বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা এবার নতুন করে সুখবর দিল গ্রাহকদের জন্য। মূলত বিভিন্ন জিনিসপত্রের দাম তাদের তরফ থেকে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন গ্রাহকরা।

Advertisements

ঠান্ডা পানীয় থেকে শুরু করে গায়ে মাখা সাবান সব ক্ষেত্রেই ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। সংস্থা সূত্রে জানা যাচ্ছে, FMCG বিভিন্ন প্রোডাক্টের উপর ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ঠান্ডা পানীয়র কথা বলতে গেলে প্রথমেই নাম আসে ক্যাম্পা কোলা (Campa Cola)। অন্যান্য সংস্থার ঠান্ডা পানীয়র থেকে প্রায় অর্ধেক দামে এই ঠান্ডা পানীয় দেওয়ার ঘোষণায় তাক লাগিয়ে দেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে।

Advertisements

ক্যাম্পা কোলার (Campa Cola) পাশাপাশি সংস্থার তরফ থেকে এখন FMCG ও RRVL-এর বিভিন্ন পণ্যতেও ছাড় দেওয়ার ঘোষণা করা হলো। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, প্রোডাক্টের গুণগত মান বজায় রেখেই ছাড় দেওয়া হচ্ছে। RCRL -এর গ্লিমার বিউটি সোপ, জেল রিয়েল ন্যাচারাল সোপ ও পিউরিক হাইজিন সোপের দাম নেওয়া হচ্ছে ২৫ টাকা। অন্যদের থেকে অনেক কম। কারণ লাক্স ১০০ গ্রামের দাম ৩৫ টাকা, সান্তুর ১০০ গ্রামের দাম ৩৪ টাকা, ডেটলের দাম ৭৫ গ্রাম ৪০ টাকা।

Advertisements

অন্যদিকে ২ লিটার সার্ফ এক্সেল ম্যাটিকের দাম যেখানে নেওয়া হয়ে থাকে ৩২৫ টাকা, সেই জায়গায় Enzo ২ লিটার ফ্রন্ট লোড ও টপ লোড লিকুইড ডিটার্জেন্টের দাম রাখা হয়েছে ২৫০ টাকা। আবার এক লিটারের দাম নেওয়া হচ্ছে ১৪৯ টাকা। তবে এগুলি পাওয়া যাবে জিও মার্টে (JioMart)।

এর পাশাপাশি আরও যে সকল প্রোডাক্ট রয়েছে যেমন বাসন মাজার সাবান, লিকুইড জেল ইত্যাদির দাম অন্যান্য প্রোডাক্টের তুলনায় অনেক কম এবং সস্তায় দেওয়া হচ্ছে। মূলত বিভিন্ন সংস্থার সঙ্গে রিলায়েন্স চুক্তিবদ্ধ হয়ে এই ধরনের সুযোগ করে দিচ্ছে।

Advertisements