রামদেবের পতঞ্জলির ব্যবসায় থাবা, মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে মুকেশ কন্যা

Antara Nag

Published on:

Advertisements

বাবা রামদেব নামটির সঙ্গে আশা করি সকলেই আমরা পরিচিত। যোগ ব্যায়ামের মাধ্যমে সারা দুনিয়াব্যাপী তার নাম ছড়িয়ে পড়েছিল। তার দেখানো যোগব্যায়ামের এমনটাই ক্ষমতা ছিল যে, মানুষের দুরারোগ্য রোগও নিরাময় হয়ে যেতে। যোগ ব্যায়ামের পাশাপাশি তিনি হঠাৎ নিজস্ব পণ্য বানিয়ে তা বিক্রি করতে শুরু করেন। আর এই পণ্য কোম্পানির নাম দেন ‘পতঞ্জলি’।

Advertisements

প্রথমে পতঞ্জলিতে পাওয়া যেত কিছু সংখ্যক আয়ুর্বেদিক ঔষধ। এরপর ধীরে ধীরে প্রসাধণী দ্রব্য থেকে শুরু করে আটা, ঘি, তেল সব ধরনের দ্রব্যই তিনি পতঞ্জলি কোম্পানির নাম দিয়ে বিক্রি করতে শুরু করেন। যেহেতু তার ভক্ত সংখ্যা অগণিত, তাই ভক্তদের মধ্যেই পতঞ্জলি পণ্য বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তার এই ব্যবসায় এবার টক্কর দিতে আসছেন মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি।

Advertisements

ব্যবসায়িক ক্ষেত্রে আম্বানি পরিবারের দক্ষতা ও ক্ষমতা মাপার মতো সাহস কোথায় কারণে নেই? এবার তাদের নতুন উদ্যোগ শুরু হবে এফএমসিজি প্রোডাক্ট নিয়ে। সম্প্রতি রিলায়েন্সের রিটেল বিভাগের সম্পূর্ণ দায়িত্বই পালন করছেন ইশা আম্বানি। এবার তার তত্ত্বাবধানে গুজরাটে রিলায়েন্সের অধীনেই শুরু হতে চলেছে এক নতুন ব্যবসা যার নাম দিয়েছেন ‘ইন্ডিপেন্ডেন্স’। এই নতুন বাণিজ্যের পণ্যগুলি হল ভোজ্য তেল, ডাল, চাল ময়দা ও নানা প্যাকেটজাত খাদ্য সামগ্রী।

Advertisements

এই রিলায়েন্স রিটেইল এর কর্তী ইশা আম্বানি বহুদিনের ইচ্ছে পূরণ হল ইন্ডিপেন্ডেন্স নামক এই ব্র্যান্ডের মধ্যে দিয়ে। তিনি সংবাদমাধ্যমে বলেন যে, তিনি অত্যন্ত খুশি এবং উৎসাহিত। এই নতুন ব্র্যান্ডটিকে ভারতে আনতে পেরে তিনি আপ্লুত। সকল ভারতীয়দের কথা মাথায় রেখেই ভারতীয় এই ব্র্যান্ড টি নিজের হাতে তৈরি করেন। তার প্রধান লক্ষ্যই হলো ভারতের মানুষের উপকার করা।

যদিও প্রথম মাসে ব্র্যান্ডটি গুজরাটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু পরবর্তী মাস থেকেই গুজরাট ছাড়িয়ে সোজা উড়ান দেবে পার্শ্ববর্তী এলাকা গুলিতে। এই ব্রান্ডের মাধ্যমে তিনি চেষ্টা চালাচ্ছেন ভারতীয়দের মধ্যে কিছু সংখ্যক পরিবারের অর্থ উপার্জনের ব্যবস্থাও করতে। যেহেতু পতঞ্জলি একটি ভারতীয় ব্র্যান্ড, তাই এবার পতঞ্জলির সঙ্গে বেশ জোরালো প্রতিযোগিতা হবে ইন্ডিপেন্ডেন্স ভারতীয় ব্র্যান্ডের।

Advertisements