নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছর ধরেই ভারতের শিল্পপতিদের তালিকায় আলাদাভাবে জায়গা করতে দেখা গিয়েছে মুকেশ আম্বানি এবং তার সংস্থাকে। দেশের এক নম্বর শিল্পপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বিশ্বের শিল্পপতিদের তালিকায় তার নাম যুক্ত হয়েছে। এবার এই মুকেশ আম্বানি এবং তার সংস্থার কপাল আরও খুলে গেল।
মুকেশ আম্বানির সংস্থার হাতে এবার এলো ফিউচার গ্রুপের বিপুল সংখ্যক Big Bazar স্টোর। এই সকল স্টোর তাদের হাতে আসার সঙ্গে সঙ্গেই হঠাৎ বদলে যেতে দেখা গেল ক্রেটের রঙ। এই রং বদলে এখন করা হয়েছে রিলায়েন্সের নীল রং। যদিও এখনও পর্যন্ত স্টোরে ঢোকার মুখে রয়েছে বিগ বাজার সাইনবোর্ড।
তবে যেভাবে রিলায়েন্স ফিউচার গ্রুপের এই বিগ বাজার স্টোরগুলি অধিগ্রহণ করছে তাতে খুব তাড়াতাড়ি এই চেহারাও বদলে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। এই সকল বিগ বাজার সাইনবোর্ডের জায়গা নেবে রিলায়েন্সের সাইনবোর্ড। জানা যাচ্ছে ইতিমধ্যেই বিগ বাজারের ২০০টির বেশি স্টোর চলে এসেছে রিলায়েন্স সংস্থার হাতে।
ফিউচার গ্রুপের এই সকল বিগ বাজার স্টোর রিলায়েন্সের হাতে আসার কারণে রয়েছে ফিউচার গ্রুপের ব্যর্থতা। ব্যবসায়িক মন্দা বাজারের কারণে ওই গ্রুপ স্টোরগুলির ভাড়া দিতে অক্ষম হয়। এরপর ওই সংস্থার সঙ্গে চুক্তি হয় মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের। এর পরিপ্রেক্ষিতে গত ২০২০ সালের আগস্ট মাস থেকেই রিলায়েন্স ফিউচার রিটেল সংস্থা অধিগ্রহণ করা শুরু করে।
রিলায়েন্স সংস্থার সঙ্গে ফিউচার গ্রুপের চুক্তি হয় ৩.৪ বিলিয়ন ডলারের। অন্যদিকে এই চুক্তির পরিপ্রেক্ষিতে অ্যামাজন আদালতের দ্বারস্থ হয়। কারণ তারা ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। যদিও ফিউচার গ্রুপ তাদের চুক্তিতে কোনরকম ত্রুটি রয়েছে তা স্বীকার করেননি। এর পরেই ধীরে ধীরে রিলায়েন্সের হাতে আসতে চলেছে ফিউচার গ্রুপের এই সকল আউটলেট। ইতিমধ্যে দেশজুড়ে ১৭০০টির বেশি ফিউচার গ্রুপের আউটলেট রয়েছে। এই সকল আউটলেটের মধ্যে তাদের জনপ্রিয় আউটলেটগুলি হল বিগ বাজার এবং প্যান্টালুন।