নিজস্ব প্রতিবেদন : খুচরো ব্যবসার ক্ষেত্রে এবার নয়া পদক্ষেপ নিল রিলায়েন্স। শনিবার থেকে তারা ফিউচার রিটেল স্টোর পরিচালনা করার যাবতীয় দায়িত্ব তুলে নিল নিজেদের হাতে। এই দায়িত্ব তুলে নেওয়ার পাশাপাশি রিলায়েন্স ফিউচারের প্রতিটি কর্মীকে চাকরির অফার দিয়েছে। এই সংস্থা অ্যামাজনের সঙ্গে দ্বন্দ্বের কারণে আটকে রয়েছে, এই নিয়ে আদালতে মামলা চলছে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ফিউচার রিটেলের আওতাধীন বিভিন্ন সংস্থার দায়িত্ব ইতিমধ্যেই নিতে শুরু করে দিয়েছে রিলায়েন্স। এর ফলে বিগ বাজারের মতো রিটেল চেন সংস্থার নামও হবে রিলায়েন্সের নামে বলেই মনে করা হচ্ছে। গত ২০২০ সালের আগস্ট মাস থেকেই রিলায়েন্স ফিউচার রিটেল সংস্থা অধিগ্রহণ করা শুরু করে। মূলত এই ফিউচার রিটেল সংস্থা বাড়ি ভাড়া দিতে সক্ষম হচ্ছিল না। তারই পরিপ্রেক্ষিতে রিলায়েন্স সংস্থার সঙ্গে চুক্তি করে অধিগ্রহণ করা শুরু করে।
ফিউচার রিটেল সংস্থার যে সকল স্টোর অধিগ্রহণ করা হচ্ছে অথবা কাজ চলছে সে সকল প্রতিটি স্টোর ক্ষতির মুখে পড়েছিল। তবে যে সকল স্টোরগুলি লাভের মুখ দেখছে সেই সকল স্টোরগুলি এখনো চালাবে ফিউচার রিটেল সংস্থা। যদিও কতগুলি স্টোর রিলায়েন্স চালাবে তা এখনো জানা যায়নি। তবে এই চুক্তির ফলে ফিউচার রিটেল সংস্থার ক্ষতির পরিমাণ কমবে।
জানা যাচ্ছে, মূল্যায়নের মধ্য দিয়ে রিলায়েন্স ফিউচার রিটেল গ্রুপের সেই সকল স্টোর ব্যবহার করবে যেগুলি লাভের মুখ দেখতে সক্ষম। আর এই রিলায়েন্স সংস্থার এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ৩০ হাজার কর্মীর পুনরায় কপাল ফিরতে চলেছে। কারণ এই সকল কর্মীদের কাজ যেতে বসেছিল, রিলায়েন্স তাদের পুনরায় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
কিশোর বিয়ানির ফিউচার গ্রুপের সঙ্গে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির চুক্তি হয় ২০২০ সালের আগস্ট মাসে। সেই সময় কিশোর বিয়ানির ফিউচার গ্রুপের তরফ থেকে জানানো হয়, তাদের সঙ্গে রিলায়্যান্সের ২৪ হাজার ৭১৩ কোটির টাকার একটি চুক্তি হয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী ফিউচারের খুচরো ব্যবসা রিলায়েন্সের হস্তান্তরিত হবে।