সংকটের মাঝেই স্বস্তি, করোনায় একদিনে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ বাংলায়

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। আর এই আতঙ্কের মাঝেই রবিবার আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে, পাশাপাশি সংকটের মাঝে স্বস্তি দিয়েছে একদিনে রেকর্ড সংখ্যক মানুষের সুস্থ হয়ে বাড়ি ফেরা।

Advertisements

Advertisements

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের তরফ থেকে রবিবার যে রিপোর্ট পেশ করা হয় তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৮৯ জন। আর এরপর রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৮৭ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, সংখ্যাটা হলো ৫১৮ জন। এরপরেই রাজ্যে মোট ৫০৬০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

Advertisements

একদিনে সব থেকে বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন উত্তর ২৪ পরগনা ও কোচবিহার থেকে। এই দুই জেলায় যথাক্রমে ২৮২ ও ১৪১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই দুই জেলার সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যায় ব্যালেন্স দিয়েছে গোটা রাজ্যের সুস্থ হয়ে ওঠার সংখ্যাকে। বাকি জেলাগুলি যেমন কলকাতার ৩১ জন, দক্ষিণ ২৪ পরগনার ২ জন, হুগলির ২ জন, হাওড়ার ১ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, পশ্চিম মেদিনীপুরের ৬ জন, পুরুলিয়ার ১ জন (এই জেলায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন), বীরভূমের ১৩ জন, মালদার ১৫ জন, কালিম্পংয়ের ১ জন, দার্জিলিংয়ের ১২ জন, আলিপুরদুয়ারের ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিন রাজ্যের রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পর রাজ্যের সুস্থ হয়ে ওঠার হার পৌঁছালো ৪৫.৬৩ শতাংশে। সুস্থ হয়ে ওঠার হার বৃদ্ধি পাওয়ার পর আশার আলো দেখতে শুরু করেছেন রাজ্যের কোটি কোটি মানুষ সহ স্বাস্থ্যকর্মীরা।

Advertisements