নিজস্ব প্রতিবেদন : ভারতে প্রতিদিন লাগামছাড়া হারে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই লাগামছাড়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি স্বাভাবিক ভাবেই কপালে ভাঁজ ফেলছে সরকার তথা দেশের বাসিন্দাদের। তবে এমত অবস্থায় দেশ তথা কেন্দ্রকে স্বস্তি দিচ্ছে দেশে সুস্থতার হার। সুস্থতার নিরিখে ভারত এখন বিশ্বে ১ নম্বর দেশ।
এখনো পর্যন্ত ভারতে ৪৩ লক্ষের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ভারতের মতো বিপুল জনসংখ্যা এবং জনঘনত্বের দেশে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সঠিক স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম এত সংখ্যক মানুষকে সুস্থ করে বাড়ি ফিরেছেন। যে কারণে কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়েছে সঠিক পরিষেবার দৌলতেই ভারত আজ সুস্থ হয়ে ওঠার নিরিখে বিশ্বের এক নম্বরে পৌঁছালো।
এযাবত করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার নিরিখে সবার প্রথম দেশ হিসেবে ছিল আমেরিকা। আমেরিকায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ ৫ হাজার ৮৯৩। যেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ লক্ষ ৫০ হাজার ৪৯৭ জন রোগী। অন্যদিকে প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ৪ হাজার ১২৬ জন।
সেই জায়গায় সোমবারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ৮৭ হাজার ৫৮০। অন্যদিকে ভারতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ লক্ষ ৯৬ হাজার ৩৯৯ জন। শতাংশের নিরিখে ভারতের সুস্থ হয়ে ওঠার হার ৮০.১ শতাংশ। ভারতে প্রাণহানির সংখ্যা ৮৭ হাজার ৮৮২।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্তের সংখ্যা তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটাই বেশি। গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৯৬১ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৯৩,৩৫৬ জন। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১১৩০ জন।