সঙ্কটের মাঝে স্বস্তির খবর, ২৪ ঘন্টায় কোনো প্রাণহানি নেই ৬ জেলায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ রাজ্যের বাসিন্দাদের জীবনকে সঙ্কটের মধ্যে ফেলেছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আক্রান্ত হওয়া, শতাধিক মানুষের প্রাণহানি, জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। তবে এই সকল অনিশ্চয়তা, সঙ্কটের মাঝেই বুধবার মিললো স্বস্তির খবর। রাজ্যে যেমন দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে, ঠিক তেমনই কমেছে প্রাণহানির সংখ্যাও। পাশাপাশি রাজ্যের ৬ জেলায় গত ২৪ ঘন্টায় কোনরকম প্রাণহানির মতো ঘটনা ঘটেনি।

Advertisements

রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বুধবার করোনা সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮৪ জন। করোনা মুক্ত হয়েছেন ১০ হাজার ৫১২ জন। আর এই সময়ে নতুন করে প্রাণ হারিয়েছেন ৯৫ জন। আশার আলো এটাই যে দৈনিক আক্রান্তের সংখ্যা যেমন কয়েক হাজার কমেছে, ঠিক তেমনই একশ’র নিচে নেমেছে প্রাণহানির সংখ্যাও।

Advertisements

আপনার জেলায় আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান

Advertisements

কোচবিহার : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২২২ জন। প্রাণহানি হয়েছে ২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৪৮ জন।

দার্জিলিং : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৭৯ জন। প্রাণহানি হয়েছে ৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৫৭৮ জন।

জলপাইগুড়ি : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৩৪ জন। প্রাণহানি হয়েছে ৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬১৩ জন।

উত্তর দিনাজপুর : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। প্রাণহানি হয়েছে ২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৪৫ জন।

দক্ষিণ দিনাজপুর : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮১ জন। প্রাণহানি হয়েছে ২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১০৫ জন।

মুর্শিদাবাদ : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৬ জন। প্রাণহানি হয়েছে ১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৩৪ জন।

নদীয়া : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন। প্রাণহানি হয়েছে ৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬৪২ জন।

বীরভূম : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮১ জন। প্রাণহানি হয়েছে ৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৬৭ জন।

পশ্চিম মেদিনীপুর : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। প্রাণহানি হয়েছে ৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৫০৭ জন।

পূর্ব মেদিনীপুর : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৮৪ জন। প্রাণহানি হয়েছে ২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬৬৬ জন।

পূর্ব বর্ধমান : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। প্রাণহানি হয়েছে ১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২৪৩ জন।

পশ্চিম বর্ধমান : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১২ জন। প্রাণহানি হয়েছে ৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২৯৪ জন।

হাওড়া : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৮৯ জন। প্রাণহানি হয়েছে ৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭৩১ জন।

হুগলি : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৬৪ জন। প্রাণহানি হয়েছে ৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৫৪৭ জন।

উত্তর ২৪ পরগণা : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৯৬ জন। প্রাণহানি হয়েছে ২০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২১৬৮ জন।

দক্ষিণ ২৪ পরগণা : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। প্রাণহানি হয়েছে ৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭০৪ জন।

কলকাতা : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন। প্রাণহানি হয়েছে ১৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১০৬৬ জন।

যে ৬ জেলায় গত ২৪ ঘন্টায় কোনো প্রাণহানি হয়নি

আলিপুরদুয়ার : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৭৪ জন।

কালিম্পং : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬২ জন।

মালদা : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১২০ জন।

পুরুলিয়া : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৭ জন।

বাঁকুড়া : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৯৯ জন।

ঝাড়গ্রাম : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪২ জন।

Advertisements