সংকটের মাঝেই স্বস্তি, ভারতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে করোনায় সুস্থতার হার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন ভারতে করোনা সম্পর্কিত রিপোর্ট চেখে দেখলেই থাকছে চমক। আর যে চমক দেখে রীতিমতো ত্রাস সৃষ্টি হচ্ছে দেশে। গত ৪-৫ দিন ধরে প্রতিদিন ৭০০০-এর কাছাকাছি সংক্রমণ বেড়ে চলেছে। কিভাবে এই সংক্রমণ থেকে মুক্তি মিলবে তাই এখন ভারতীয়দের চিন্তার মধ্যমনি। করোনা থেকে মুক্তি পেতে কেবলমাত্র দেশের বাসিন্দাদেরই চিন্তা নয়, চিন্তা সরকারেরও। তবে দিনের পর দিন সংক্রমণ বাড়লেও এই চিন্তা ও সংকটের মাঝে স্বস্তির খবর রয়েছে দেশবাসীর সামনে। আর সেই স্বস্তির খবর তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন।

Advertisements

Advertisements

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন যে স্বস্তির খবর জানিয়েছেন তা হলো, বিশ্বের তুলনায় ভারতে প্রতি লাখে সংক্রমণ অনেক কম। শুধু তাই নয় ভারতে সুস্থ হয়ে ওঠার হারও বিশ্বের তুলনায় অনেক বেশি। আরও স্বস্তির খবর ভারতে মৃত্যুর হার বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক কম।

Advertisements

দেশে সংক্রমণের হার নিয়ে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন জানান, “বিশ্বে প্রতি লাখে ৬৯.৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যেখানে ভারতে এই হার মাত্র ১০.৭। অর্থাৎ ভারতে প্রতি লাখে মাত্র ১০.৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর এই সংক্রমণ আটকানোর মূলে রয়েছে লকডাউন।”

ভারতে সুস্থ হয়ে ওঠার হার প্রসঙ্গে তিনি জানান, “ভারতে এখনো পর্যন্ত মোট ৬০৪৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যা এই অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য। ভারতে সুস্থ হয়ে ওঠার হার ৪১.৬২%, যা বিশ্বের প্রতিটি দেশের তুলনায় উল্লেখযোগ্য।”

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে মৃত্যুর হারও অনেক কম। এনিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন জানান, “ভারতে আগে যেখানে মৃত্যুর হার ছিল ৩.৩ শতাংশ তা এখন কমে দাঁড়িয়েছে ২.৮৭ শতাংশে। যেখানে বিশ্বে মৃত্যুর হার ৬.৪৫ শতাংশ। বিশ্বে যেখানে প্রতি লাখে ৪.৪ জনের মৃত্যু হয়েছে, সেখানে ভারতে প্রতি লাখে মাত্র ০.৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হারের দিক থেকে ভারত উল্লেখযোগ্য ভাবে দৃষ্টান্ত স্থাপনের জায়গায় রয়েছে। আরও উল্লেখযোগ্য ভারতে যে সকল করোনা রোগীর মৃত্যু হয়েছে তাদের ৫০% মৃত্যু হয়েছে বয়স্কদের। পাশাপাশি ৭৩ শতাংশ মৃত্যু হয়েছে সেই সকল ব্যক্তিদের যাদের করোনার পাশাপাশি অন্যান্য রোগে ভুগছিলেন।”

প্রসঙ্গত, মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয় তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৬৫৩৫ জনের শরীরে ধরা পড়েছে সংক্রমণ। আর এদিন মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০। মোট ৬০ হাজার ৪৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গিয়েছেন মোট ৪ হাজার ১৬৭ জন।অর্থাৎ দেশে বর্তমানে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮০ হাজার ৭২২।

Advertisements