বিনামূল্যে ৫ মাস ইন্টারনেট, মাসিক ৯৪ টাকাতেই JioFi দিচ্ছে জিও

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারের মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স জিও অফার প্রদানের নিরিখে সবসময়ই অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে পিছনে ফেলে রেখেছে। যে কারণে এই টেলিকম সংস্থা প্রতিনিয়ত তাদের গ্রাহক সংখ্যা বাড়িয়ে চলেছে। বর্তমানে তারাই দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা।

Advertisements

Advertisements

মুকেশ আম্বানি টেলিকম সংস্থার সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে তাদের গ্রাহকদের জন্য। যে অফারটি হল বর্তমানে কোন গ্রাহক যদি নতুন JioFi ডিভাইস ক্রয় করেন তাহলে তার সাথে অফার স্বরূপ দেওয়া হচ্ছে পাঁচ মাসের জন্য প্রতিদিন দেড় জিবি করে বিনামূল্যে ইন্টারনেট। পাশাপাশি রয়েছে জিও থেকে জিও আনলিমিটেড কল। আর এই ডিভাইসটির মূল্য হল ১৯৯৯ টাকা। তবে এর সাথে সাথে আরও একটি অফার রাখা হয়েছে সংস্থার তরফ থেকে।

Advertisements

দ্বিতীয় অফারটি হলো, যদি কোনো গ্রাহক একবারে ১৯৯৯ টাকা দিয়ে ডিভাইসটি ক্রয় করতে না চান অথবা সামর্থ্য না থাকে তাহলে মাসিক সহজ কিস্তির মাধ্যমেও ডিভাইসটি কিনতে পারবেন। সেক্ষেত্রে গ্রাহককে প্রতি মাসে সর্বনিম্ন ৯৪ টাকা করে দিতে হবে। আর এই কিস্তি শোধ করার জন্য গ্রাহকরা পাবেন দু’বছরের সময়সীমা।

মাসিক কিস্তিতে ডিভাইসটি কেনার জন্য রিলায়েন্স জিওর তরফ থেকে বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে। যে শর্তগুলির মধ্যে প্রথম শর্ত হলো গ্রাহকের ক্রেডিট কার্ড থাকতে হবে। সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা এই ডিভাইসটি কিনতে পারবেন ডিভাইস কেনার ক্ষেত্রে গ্রাহকরা IndusInd ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, Axis ব্যাঙ্ক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক, HSBC ব্যাঙ্ক, RBL ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এবং স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। এর জন্য গ্রাহকদের জিওর অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। গ্রাহকরা ৩ মাস, ৬ মাস, ৯ মাস, ১২ মাস, ১৮ মাস অথবা ২৪ মাসে কিস্তি দেওয়ার বিকল্প বেছে নিতে পারেন। সে ক্ষেত্রে তাদের প্রতি মাসে কিস্তির পরিমাণ আলাদা আলাদা হবে।

Advertisements