Dhanteras Remedies: রান্নাঘরে থাকা এই সাধারণ মশলাগুলিই এবার ধনতেরাসে আপনার সৌভাগ্য ফিরিয়ে আনবে

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Dhanteras Remedies: ভারতীয় সংস্কৃতিতে যেমন ঝাল-ঝোলে খাবার রয়েছে, তেমনি পুজো-পার্বণ থেকে শুরু করে নানা রকম ঐতিহ্যে বিভিন্ন ধরনের মশলার মাহাত্ম্যও রয়েছে। শুনলে অবাক লাগবে যেসমস্ত মশলাগুলোকে আমরা স্বাদ বর্ধক হিসেবে রান্নায় ব্যবহার করে থাকি, সেই সমস্ত মশলাই বদলে দিতে পারে আপনার ভাগ্যকে। লবণ থেকে দারুচিনি, সরষে থেকে শুকনো লঙ্কা সবই কিন্তু জ্যোতিষবিদ্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজকের প্রতিবেদনে জানবো এই ধনতেরাসে কি এমন বিশেষ প্রতিকার (Dhanteras Remedies 2024) বদলাতে পারে আপনার জীবন এবং আনতে পারে সৌভাগ্যকে।

Advertisements

কথাতেই আছে লক্ষ্মী চঞ্চলা। তাই প্রতিটি বিশেষ দিনে সাধারণ মানুষ এমন কিছু কর্মকাণ্ড করার চেষ্টা করে যাতে তাদের উপর মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি বর্ষিত হতে পারে। ধনতেরাসের দিনটিও ঠিক এমনই চিন্তাভাবনার সঙ্গে জড়িত। কথিত আছে যে, ধনতেরাসের শুভ মুহূর্তে সোনা, রুপো, ঝাঁটা, হলুদ, লবণ, এছাড়া কিছু বিশেষ দ্রব্যাদি কিনে আনলে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। যেহেতু রাত পেরোলেই ধনতেরাস তাই আজকে বলবো ধনতেরাসের চমৎকার কিছু প্রতিকার (Dhanteras Remedies) যা আপনার রান্নাঘর থেকেই শুরু করা সম্ভব।

Advertisements

আরো পড়ুন: ধনতেরাসে সোনা কিনুন মাত্র ১০০ টাকায়, কোথায় পাবেন এই সুবর্ণ সুযোগ

রান্নাঘর মানেই বিভিন্ন রকমের মশলার সম্ভার। আপনার রান্নাঘরে থাকা বেশ কয়েকটি মশলা রয়েছে, যা কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। এরকম কয়েকটি মশলার মধ্যে প্রধান যে মশলাটির নাম উঠে আসে সেটি হল – এলাচ। জানি এলাচের কথা শুনতেই মনে প্রথম ভেসে ওঠে পায়েসের ছবি। কিন্তু আজ কোন পায়েসের কথা হচ্ছে না। এলাচ থে শুধুমাত্র রান্নায় সুগন্ধি যোগ করে তা নয় আর্থিক সমৃদ্ধি আনতেও কিন্তু বিশেষ উপকারী। তাই সর্বদা আপনি যেখানে টাকা-পয়সা রাখেন বা আপনার মানিব্যাগে এলাচ রেখে দিলে আর্থিক শ্রীবৃদ্ধি বজায় থাকবে।

Advertisements

আরো পড়ুন: ধনতেরাসের দিনে এই ৫টি জিনিস কিনলেই সর্বনাশ, ঘরে আসবে না সম্পদ, আসবে দুর্ভাগ্যের ছায়া

তেল মশলাযুক্ত খাবার মানেই তাতে লবঙ্গ থাকা চাই-ই চাই। তবে এই লবঙ্গ যেমন খাবারে ফ্লেভার আনে তেমন কিন্তু জীবনেও উন্নতি আনে। লবঙ্গ দিয়ে নজর দোষ কাটানো হয়ে থাকে। তার কারণ হচ্ছে লবঙ্গ নেতিবাচক দৃষ্টি থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া আর্থিক উন্নতিল পারিবারিক সুখ-সমৃদ্ধি এবং সম্পর্কের মধ্যে উন্নতি স্থাপনেও লবঙ্গ ভীষণ উপকারী।

আচ্ছা মৌরি ছাড়া কখনো মালপোয়া খেয়েছেন? তেমনি মৌরি ছাড়া সৌভাগ্য আনাও দুষ্কর। হ্যাঁ ঠিকই শুনছেন আপনার সৌভাগ্য ধরে রাখার একটি অন্যতম উপায় হল রান্নাঘরে মশলার বাক্সে অবশ্যই মজুত রাখতে হবে মৌরি। বিভিন্ন খাবারে বা মুখসুদ্ধি হিসাবে ব্যবহৃত এই মৌরি কিন্তু আপনার জীবনে সাফল্য নিয়ে আসতে পারে। তাই ধনতেরাসের এই বিশেষ দিনে আপনারা যদি মশলার এই প্রতিকারটি (Dhanteras Remedies) করেন তবে আশা করা যাচ্ছে আগামী জীবন উন্নতি এবং সফলতায় ভরে উঠবে।

Advertisements