Rid of dark neck: ঘাড়ে মোটা কালো দাগ নিয়ে অস্বস্তি! ঘরোয়া এই সহজ পদ্ধতিতেই মিলবে মুক্তি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Remove dark spots on the neck with home remedies: সৌন্দর্যের প্রতি সবারই বিশেষ টান থাকে। নিজেদের রূপের যত্ন নিতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পদ্ধতি প্রয়োগ করে মানুষ। যদি প্রশ্ন আসে মুখের তাহলে তো আর কথাই নেই। ঘরোয়া টোটকা থেকে শুরু করে বাজারের নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী সবই প্রয়োগ করা হয় ওই মুখমণ্ডলের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য। কিন্তু শুধু মুখের পরিচর্যা করলে কি হবে? এমন অনেককেই দেখতে পাওয়া যায় যাদের ঘাড়ে থাকে মোটা কালো দাগ। এই দাগ সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই জেনে নিতে হবে এই দাগ দূর করার ঘরোয়া পদ্ধতি (Rid of dark neck)।

Advertisements

শুধু মুখমণ্ডলকে পরিষ্কার রাখলেই চলবে না, তার সাথে শরীরের অন্যান্য অংশগুলো কেউ পরিষ্কার রাখতে হবে। ঘাড় কিংবা গলার পরিচর্যা অনেকেই সেভাবে করেন না। অনেককেই খেয়াল করলে দেখা যাবে গলায় ও ঘাড়ে মোটা কালো দাগ থাকে, যা দেখতে মোটেই ভালো লাগেনা। তাই অবশ্যই এই দাগ দূর করা উচিত (Rid of dark neck)। সমস্যা থাকলেও সমাধানের উপায় কিন্তু অনেকের কাছেই নেই। এই প্রতিবেদনে সেই সমাধানের সহজ পদ্ধতি বলে দেওয়া হবে।

Advertisements

বিভিন্ন ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যাগুলি দূর হতে পারে। অ্যালোভেরা ত্বকের পক্ষে খুবই উপকারী। ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। ঘাড় কিংবা গলার কালো দাগ দূর করার (Rid of dark neck) জন্য অ্যালোভেরা অত্যন্ত কার্যকরী।

Advertisements

এছাড়াও বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে সেগুলি হল, ত্বকের পিএইচ লেভেল বজায় রাখতে অ্যাপেল সাইডার ভিনেগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে যে ম্যালিক এসিড থাকে তা ত্বককে উজ্জ্বল করতে এবং মৃত কোষ দূর করতে অনেকাংশে সাহায্য করে। তাই অ্যাপেল সাইডার ভিনেগারের প্রয়োগ করে এই দাগ দূর করতে পারেন। ঘাড়ের কিংবা গলার কালো দাগ হালকা (Rid of dark neck) করতে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল আলুর খোসা। এতে রয়েছে প্রচুর পরিমাণে ব্লিচিং উপাদান।

আরো কিছু গুরুত্বপূর্ণ উপাদান ত্বককে পরিষ্কার করতে কাজে লাগে সেগুলি হল- টকদই, লেবুর রস এবং বেকিং সোডা। আপনি যদি বেকিং সোডা জলে গুলে ঘাড়ে কিংবা গলায় লাগান সহজেই কালো দাগ দূর হয়ে যাবে। এছাড়া লেবুর রস ও টক দই মিশিয়ে লাগালেও এর থেকে মুক্তি পাবেন।

Advertisements