নিজস্ব প্রতিবেদন : দেশে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে যানবাহনের সংখ্যা। আবার এই যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই তালে তাল মিলিয়ে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, বাড়ছে পরিবেশ দূষণ। এই সকল ক্ষেত্রে এবার লাগাম টানতে কেন্দ্র সরকারের তরফ থেকে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্র সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত পুরাতন গাড়ির উপর। পরিবেশ দূষণ রুখে দেওয়া, নতুন ইঞ্জিন চালিত গাড়ির প্রসার এবং সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরাতন গাড়ির উপর কেন্দ্র সরকার আট গুণ রেজিস্ট্রেশন ফি বাড়াল।
কেন্দ্র সরকারের সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, কোন গাড়ির বয়স যদি ১৫ বছর অথবা তার বেশি হয়ে থাকে সে ক্ষেত্রে সেই গাড়ির পুনর্নবীকরণ করার সময় অনেক বেশি খরচ গুনতে হবে। সাধারণ ক্ষেত্রে ৬০০ টাকা খরচ হয়ে থাকলেও এই ধরনের গাড়ির ক্ষেত্রে খরচ হবে পাঁচ হাজার টাকা।
তবে শুধু চারচাকা নয়, মোটরসাইকেলের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম জারি করেছে কেন্দ্র। মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের জন্য সাধারণত ৩০০ টাকা খরচ হয়ে থাকে। কিন্তু কোন মোটরসাইকেলের বয়স যদি ১৫ বছর বা তার বেশি হয়ে থাকে সে ক্ষেত্রে ওই মোটর সাইকেলের রেজিস্ট্রেশন খরচ পড়বে ১০০০ টাকা।
বিদেশ থেকে আমদানি করা গাড়ির ক্ষেত্রেও একই ভাবে রেজিস্ট্রেশন খরচ বৃদ্ধি করার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তবে বিদেশ থেকে আমদানি করা গাড়ির রেজিস্ট্রেশন খরচ অনেক বেশি। এক্ষেত্রে ১৫ বছর বা তার বেশি পুরাতন গাড়ি হলে খরচ গুনতে হবে ৪০ হাজার টাকা। এমনিতে এই খরচ হয়ে থাকে ১৫ হাজার টাকা।