Paytm Payments Bank: পেটিএম ব্যাঙ্ক বন্ধের নির্দেশ দিল RBI, অ্যাকাউন্টে টাকা থাকলে জেনে নিন কী করণীয়

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI), দেশের প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানের উপর নজরদারি চালায় মূলত গ্রাহকদের সুরক্ষার জন্য। আর এই নজরদারি চালাতে গিয়ে এই কোথাও কোনো রকম খামতি ধরা পড়লেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়, কোন কোন ক্ষেত্রে পুরোপুরি পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। ঠিক সেই রকমই এবার পুরোপুরি পরিষেবা বন্ধ হতে চলেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Payments Bank)।

পেটিএম পেমেন্টস ব্যাংকের পরিষেবা পুরোপুরি ভাবে বন্ধের জন্য বুধবার ৩১ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে নির্দেশ জারি করা হয়। যেখানে বলা হয়েছে, ২৯ ফেব্রুয়ারির পর থেকে আর কোনরকম কাজ করতে পারবে না পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। তাদের পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে ২৯ ফেব্রুয়ারি থেকে। এখন প্রশ্ন হল এই নির্দেশের পর কি হবে গ্রাহকদের?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করার কারণ হিসেবে জানানো হয়েছে, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লাগাতার নিয়ম লঙ্ঘন করে যাচ্ছিল। নিয়ম লঙ্ঘনের বিষয়টি প্রথম ধরা পড়ে সিস্টেম অডিট রিপোর্টে। এরপর আবার তা ধরা পড়ে কম্পাইলেশন ভ্যালিডেশন রিপোর্টেও। জোড়া রিপোর্টে এমন ত্রুটি ধরার পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের এমন নির্দেশ দেওয়া হয়। এর আগেও আর্থিক জরিমানার মুখোমুখি হয়েছিল এই ব্যাংক।

আরও পড়ুন 👉 Bank Holiday list February: ফেব্রুয়ারিতে কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সরস্বতী পুজোয় খোলা না বন্ধ

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন নির্দেশের পর আগামী ২৯ ফেব্রুয়ারির পর আর সংস্থা কোনরকম অ্যাকাউন্ট খুলতে পারবে না। তবে যে সকল গ্রাহকদের টাকা পেটিএম পেমেন্টস ব্যাংকে জমা রয়েছে সেই সকল টাকা নিয়ে কোন চিন্তার কারণ নেই বলেই জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। বর্তমানে অ্যাকাউন্টে যে টাকা রয়েছে তা গ্রাহকরা ইচ্ছেমতো ব্যবহার করতে পারবেন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশের পরিপ্রেক্ষিতে নতুন করে অ্যাকাউন্ট খোলা বন্ধ হয়ে গেলেও যাদের পেটিএম-এর সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেড ইন্সট্রুমেন্টস, ফ্যাস্ট্যাগ, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড রয়েছে সেগুলি ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা থাকছে না গ্রাহকদের। অন্যদিকে এই সংস্থার ইউপিআই ব্যবহারের ক্ষেত্রেও কোনো রকম অসুবিধা হবে না গ্রাহকদের।