The Reserve Bank of India said inflation is at tolerance level ahead of the Lok Sabha polls: মূল্যবৃদ্ধির চাপে জর্জরিত সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে। তবে এই মুহূর্তে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একদিকে যেমন কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে, ঠিক সেই রকমই আবার টানা দু মাস ধরে মূল্যবৃদ্ধির হার সহনশীলতা স্তরে রয়েছে। আগামী আরো ছয় মাসের জন্য মূল্যবৃদ্ধির হারের সহনশীলতা স্তর (Inflation Rate in India) ২ থেকে ৬ শতাংশ নির্ধারণ করেছে আরবিআই। চলুন জেনে নেওয়া যাক এই ফেব্রুয়ারি মাসে মূল্যবৃদ্ধির হার কমল নাকি বাড়ল?
লোকসভা ভোটের আগে মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে অন্যতম ইস্যু তৈরি করতে চাইছে বিরোধী দল। কিন্তু তাদের এই আশায় জল ঢেলে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত একটি তথ্য। গত মঙ্গলবার অর্থাৎ ১২ই মার্চ আরবিআই এর তরফ থেকে প্রকাশ করা একটি তথ্য থেকে জানা গেছে যে, জানুয়ারী মাসে মূল্যবৃদ্ধির হার ছিল ৫.১০ শতাংশ। সেখানে ফেব্রুয়ারি মাসে মূল্য বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৫.৯ শতাংশ। অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাসে মূল্যবৃদ্ধির হার (Inflation Rate in India আরবিআই এর দ্বারা নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। আরবিআই আগামী ৬ মাসের জন্য এই মূল্য বৃদ্ধির হার ২ থেকে ৬ শতাংশ নির্ধারণ করেছেন।
মূল্যবৃদ্ধি (Inflation Rate in India) নিয়ে ১২ই মার্চ একটি রিপোর্ট বের করেছে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল বিভাগ। এই রিপোর্ট অনুযায়ী শহরাঞ্চলে মূল্যবৃদ্ধির হার কমলেও গ্রামাঞ্চলে কোনো পরিবর্তন হয় নি প্রায় একই আছে বলা চলে। ডিসেম্বর মাসে গ্রামে মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৯৩ শতাংশ। জানুয়ারিতে তা সামান্য কমে মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫.৩৪ শতাংশ। শহুরে এলাকায় জানুয়ারি মাসে মূল্যবৃদ্ধির হার ছিল ৪.৯২ শতাংশ। ফেব্রুয়ারি মাসে তা কমে দাঁড়িয়েছে ৪.৭৮ শতাংশ।
আরও পড়ুন ? Golden Hour Scheme: দুর্ঘটনায় প্রাণ বাঁচাতে কেন্দ্রের নতুন প্রকল্প, মিলবে দেড় লক্ষ টাকার কভারেজ
আরেকদিকে খাদ্য ও পানীয়র ক্ষেত্রে মূল্যবৃদ্ধির (Inflation Rate in India) হার অনেকটাই বেড়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে নির্ধারিত সীমার থেকে অনেক বেশি রয়েছে মূল্যবৃদ্ধির হার। খাদ্য পানীয় বিভাগের মূল্য বৃদ্ধির হার জানুয়ারি মাসে ছিল ৮.৩ শতাংশ ফেব্রুয়ারি মাসে তা বেড়ে হয়েছে ৮.৬৬ শতাংশ।
তথ্য সূত্রে জানা গেছে যে, ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের ফিল্ড অপারেশন বিভাগের কর্মীরা দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলি থেকে গ্রাম ও শহর মিলিয়ে বাছাই করা মোট ১,১১৪টি শহুরে বাজার এবং ১১৮১টি গ্রামীণ বাজার থেকে সমীক্ষার মাধ্যমে মূল্যবৃদ্ধি (Inflation Rate in India) সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। এছাড়াও এনএসও ১০০ শতাংশ গ্রাম এবং ৮৫.৫ শতাংশ শহর থেকে সমীক্ষার মাধ্যমে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। শুধু বাজার দর কমা বাড়াই নয়, শিল্প উৎপাদন সূচক ৩.৮ শতাংশ বৃদ্ধি পাবার খবর ও জানা গেছে এই সমীক্ষার মাধ্যমেই।