Reserve Bank of India: সুদের হার এবং গ্রাহক পরিষেবা সম্পর্কিত কিছু নির্দেশিকা অমান্য করার জন্য জরিমানা দিতে হবে দক্ষিণ ভারতীয় ব্যাংককে। এমনই কঠোর সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত খবর জানতে পারবেন। ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দায়িত্ব দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকের ওপর নজরদারি করা। আরবিআই এর সমস্ত রকম নিয়ম মেনে চলাই বিভিন্ন ব্যাংকের অন্যতম দায়িত্ব।
আরবিআই ২০২৩ সালের ৩১শে মার্চ পর্যন্ত ব্যাঙ্কের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে একটি তদারকি মূল্যায়ন করেছে। তাতেই ধরা পড়েছে দক্ষিণ ভারতীয় ব্যাংকের এই অসম্মতি সংক্রান্ত সমস্যা। এই কারণেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে (Reserve Bank of India) এই পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়েছে।
আরো পড়ুন: চলতি মাস থেকে দামি হল এসবিআইয়ের ক্রেডিট কার্ড, দিতে হবে অতিরিক্ত চার্জ
গতবছর কেন্দ্রীয় ব্যাংক (Reserve Bank of India) যে মূল্যায়ন করেছে তারপরেই সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক লিমিটেডকে একটি নোটিশ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অ-সম্মতি সংক্রান্ত একাধিক সমস্যাগুলি তুলে ধরা হয়েছে এই নোটিসে। ব্যাংকের একাধিক মৌখিক পর্যালোচনা শোনার পর, আরবিআই ব্যাংকের তরফ থেকে করা লঙ্ঘনগুলি নিশ্চিত করেছে। এই কারণেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর্থিক জরিমানা আরোপ করেছে দক্ষিণ ভারতীয় ব্যাংকের ওপর। কিছু গ্রাহককে এসএমএস, ইমেল বা চিঠির মাধ্যমে না জানিয়ে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য ব্যাঙ্ক চার্জ আরোপ করেছিল।
আরো পড়ুন: পিএনবি দিচ্ছে গ্রাহকদের আকর্ষণীয় অফার! ১ বছরের ফিক্সড ডিপোজিটে লোভনীয় সুদ
গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কোনরকম চার্জ কাটার আগে অবশ্যই তাদেরকে বার্তা দিতে হয় যা করেনি দক্ষিণ ভারতীয় ব্যাংক। সঠিক কোনরকম বিজ্ঞপ্তি ছাড়াই নির্দিষ্ট কিছু NRE সেভিংস ডিপোজিট অ্যাকাউন্টে লিয়েন্স রেখেছে। আরবিআই (Reserve Bank of India) এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই জরিমানা বিধিবদ্ধ এবং নিয়ন্ত্রক সম্মতির ঘাটতিগুলিকে সমাধান করে৷ ব্যাংক এবং গ্রাহকদের মধ্যে কোনরকম চুক্তির বৈধতা নিয়ে এই জরিমানা প্রশ্ন তোলেনা।
ভারতীয় রিজার্ভ ব্যাংক দক্ষিণ ভারতীয় ব্যাংকের এই কার্যকলাপের মূল্যায়ন করতে গিয়ে এই বিশাল অংকের জরিমানা আরোপ করেছে ব্যাংকের ওপর । এর থেকে আরও বেশি পদক্ষেপ নেওয়ার অধিকার ভারতের কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে। এই পদক্ষেপটি ব্যাঙ্কিং কার্যক্রমে নিয়ন্ত্রক মানগুলি মেনে চলার গুরুত্বকে বোঝায়। পাশাপাশি RBI-এর সিদ্ধান্ত ব্যাঙ্কিং সেক্টরে সম্মতি কার্যকর করার প্রতিশ্রুতি তুলে ধরে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ধরনের পদক্ষেপ নেওয়ার অন্যতম কারণ হলো গ্রাহকদের আস্থা বজায় রাখা। কারণ আর্থিক পরিষেবাগুলিতে আস্থা ও স্বচ্ছতা বজায় রাখার একান্ত প্রয়োজনীয় এবং সেইমত ব্যাঙ্কগুলি নির্দেশিকা অনুসরণ করতে বলেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক।