Birbhum: ভারতীয় নাগরিকদের প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নথিপত্র হলো আধার কার্ড। যা ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে অফিস কাছারি, আর্থিক লেনদেন, রেশন গ্রহণ সর্ব কিছুতেই দরকার লাগে। আর সেই আধার কার্ড নিয়েই চরম সমস্যার সম্মুখীন হল বীরভূমবাসী (Birbhum)। আধার কার্ড নিয়ে কি সমস্যায় পড়ল বীরভূম জেলার ব্যক্তিরা?
কেন্দ্র সরকার তরফে বহুদিন আগেই ঘোষণা করা হয়েছে ১০ বছর অন্তর অন্তর ভারতীয় নাগরিকরা যেন তাদের আধার কার্ড আপডেট করে। তা না হলে সেই আধার কার্ড বৈধ হবে না। তাই ১০ বছর ছাড়া ছাড়া আধার আপডেট বাধ্যতামূলক। আর এক্ষেত্রে যাদের আধার কার্ডের বয়স ১০ বছর হয়ে গিয়েছে তাদের আধার আপডেটের জন্য সময় বেঁধে দিয়েছে কেন্দ্র। যার সময়সীমা হল ১০ই ডিসেম্বর। আর সেই আধার আপডেট করতে গিয়েই আধার সংক্রান্ত নানান সমস্যায় পড়ছে ব্যক্তিরা। আর সেই সমস্যার সংশোধন করতে গিয়ে আরো চরম বিপদের সম্মুখীন হচ্ছে বীরভূম জেলার (Birbhum) বেশ কিছু জায়গার সাধারণ মানুষ। কারণ তাদের অভিযোগ সেখানে পর্যাপ্ত পরিমাণ আধার পরিষেবা কেন্দ্র নেই।
আরো পড়ুন: কাজের সুযোগ নদিয়া জেলায়, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ, কিভাবে আবেদন করবেন রইল বিস্তারিত তথ্য
সরকারের নির্দেশ অনুযায়ী তালিকাভুক্তির তারিখ থেকে প্রতি ১০ বছর অন্তর অন্তর আধার তালিকাভুক্ত ব্যক্তিরা যেন তাদের যেকোনো একটি নথিপত্র দিয়ে আধার কার্ড আপডেট করে। আর সেই আধার আপডেট করতে গিয়েই দেখা যায় কারো নামের বানান ভুল, কারো জন্ম তারিখ ভুল তো কারো ঠিকানা। আর সেইসব সংশোধন করতে গিয়ে পর্যাপ্ত পরিমাণ আধার পরিষেবা পাচ্ছে না বীরভূম জেলার (Birbhum) বোলপুর, রামপুরহাট, সিউড়ি ও অন্যান্য প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা। অভিযোগ উঠছে জেলার বহু জায়গায় ঠিকঠাক আধার সংশোধন পরিষেবা কেন্দ্র নেই। কোথাও থাকলেও সেখানে সকলকে সুযোগ দেওয়া হয় না। হেল্প লাইনে ফোন করলেও পাওয়া যায় না কোনো সুবিধা।
রামপুরহাটের এক বাসিন্দা আধার পরিষেবা কেন্দ্র প্রসঙ্গে অভিযোগ তুলে বলেন যে সংশোধনের জন্য গ্রাহক সেবা কেন্দ্র থাকলেও সেখানে ঠেলাঠেলি মারামারি করে কাজ করাতে হয়। বিনামূল্যে সংশোধন বলা হলেও সংশোধনের সময় বায়োমেট্রিকের জন্য ১০০ টাকা অথবা জন্ম তারিখ বা ঠিকানা সংশোধনের জন্য ৫০ টাকা করে নেওয়া হয়। তাতেও অনেকের সমস্যার সমাধান না হলে বিপরীতে বেশি করে টাকা চাওয়া হয় গ্রাহকদের থেকে।
অন্যদিকে বোলপুর বাসিন্দাদের তরফে অভিযোগ করা হয়েছে যে বোলপুরের হেড পোস্ট অফিসে আধার সংশোধনের কাজ করা হয়। কিন্তু তা ১ মাস ছাড়া। ফলে ভোরবেলা লাইন দিয়েও সকলে এই সুবিধা পায় না। যার ফলে অনেকেই সরকারি নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অনেকের ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। আরও নানান ভোগান্তির শিকার হচ্ছে বীরভূম জেলার (Birbhum) বহু সাধারণ মানুষ। তবে এ বিষয়ে জেলার পোস্ট অফিস তরফে বলা হয়েছে যে পোস্ট অফিসের কাজের পাশাপাশি আধার আপডেটও করা হচ্ছে। তবে সব পোস্ট অফিসে পর্যাপ্ত কর্মী না থাকায় এই কাজ সম্ভব হচ্ছে না।