রিসোর্টকে বদনাম করতে খাবারে পোকার ছক, দাবি রিসোর্ট কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদন : এমাসের ১২ তারিখ বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বরশাল মোড় পেরিয়ে তারাপীঠের কাছে আমন্ত্রণ নামে একটি রিসোর্টের রেস্টুরেন্টে খাবারে পোকা থাকায় অভিযোগ আনেন বিকাশ জয়সওয়াল নামে স্থানীয় এক বাসিন্দা। এই মর্মে তিনি রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগও করেন।

ওই ব্যক্তির দাবি ছিল, “ওই রেস্টুরেন্টে গত ১২ই অক্টোবর শনিবার সন্ধ্যায় তিনি খাওয়া-দাওয়া করতে যান। সেখানে তিনি চাওমিন অর্ডার দেন, তারপর সেটি খেতে গিয়ে দেখেন খাবারে রয়েছে পোকা। যে পোকার অর্ধেক অংশ তিনি খেয়েও ফেলেছিলেন। তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার জন্য ভর্তি হন রামপুরহাট মেডিকেল কলেজে।”

ঘটনার সপ্তাহ পেরোতে না পেরোতেই পাল্টা অভিযোগ রিসোর্ট কর্তৃপক্ষের। আমন্ত্রণ নামে ওই রিসোর্টের ম্যানেজার মনোজ কুমার দাসের দাবি, “আমাদের এই রিসোর্ট দীর্ঘ ১৪ বছর ধরে নিজেদের সুনাম বজায় রেখে পরিষেবা দিয়ে আসছে। আমাদের রিসোর্ট এবং রেস্টুরেন্টকে পরিকল্পনামাফিক বদনাম করতে ওই ব্যক্তি খাবারে পোকার ছক তৈরি করেন। পুরো ঘটনাটি সাজানো।”

কিন্তু কেন হঠাৎ করে ওই ব্যক্তি রিসোর্টকে বদনাম করতে এমন একটি পরিকল্পনা করবেন? এই প্রশ্ন উঠতে ওই রিসোর্টের ম্যানেজার জানান, “ঘটনার দিন ওই ব্যক্তির পরিচিত সকালেও আমাদের রেস্টুরেন্টে এসেছিলেন খাওয়ার জন্য। কিন্তু সে সময় বসার জায়গা নিয়ে আমাদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। সে সময় তিনি আমাদের গালিগালাজ করে, পাশাপাশি তিনি আমাদের হুমকি দেন পরে দেখে নেওয়ার। আমাদের আন্দাজ সেই মতো রাতে আবার পরিকল্পনা করে আমাদের রিসোর্টে খাবার খেতে আসেন ওই ব্যক্তির ঘনিষ্ঠ বিকাশ জয়সওয়াল এবং এমন কাণ্ড ঘটান।”

রিসোর্টের ম্যানেজার মনোজ কুমার দাস আরও জানান, “ওই ব্যক্তির অভিযোগ পাল্টা অভিযোগ হিসাবে আমরা বীরভূম জেলা শাসক থেকে শুরু করে জেলা আরক্ষাধক্ষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হোটেল অ্যাসোসিয়েশন, টিআরডিএ সকলকে বিষয়টি লিখিত আকারে জানিয়েছি। তারপর আমাদের রিসোর্টের খাদ্যের গুণগত মান যাচাই করার জন্য অধিকারিকরাও আসেন। তারা জানান খাবারের গুণগত মান এই কোনরকম অসঙ্গতি নেই।”

এরপর প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যিই ওই ব্যক্তি রিসোর্টকে বদনাম করার জন্য পরিকল্পনামাফিক সেদিন সন্ধ্যায় ওই রিসোর্টে গিয়েছিলেন! যদিও এই বিষয়ে এখনও তদন্তের শেষ রিপোর্ট পাওয়া যায়নি, তবে রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, আমাদের রিসোর্টের বদনাম করতে আসা ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।