দারুণ সুখবর দিল RBI, এবার মাসের শেষে মিলবে আরও বেশি পেনশন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সরকারি কর্মচারী হোক অথবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বা অন্য কোন বেসরকারি সংস্থার কর্মচারী, প্রত্যেকেই চান তাদের বেতন যেন বৃদ্ধি পায় অথবা মাসের শেষে আসা পেনশন যেন বাড়ে। চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের এই সকল চাহিদার কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে বিভিন্ন সময় বেতন বৃদ্ধি করা হয়। সেই রকমই এবার পেনশন নিয়ে সুখবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন সুখবর দিয়ে জানানো হয়েছে, “১ নভেম্বর ২০১৭-এর আগে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বেসিক পেনশন ১.৬৩ ফ্যাক্টর দ্বারা সংশোধন করা হবে অর্থাৎ ১০০ টাকার বেসিক পেনশন ২০২৩ সালের জুন মাস থেকে ১৬৩ টাকার বেসিক পেনশনে সংশোধন করা হবে।”

Advertisements

একটি আভ্যন্তরীণ চিঠি থেকে জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রায় ৩০,০০০ অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের পেনশন চার বছরের পার্থক্যে ১৩.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সরকারের তরফ থেকে ২০১৭ সালের ১ নভেম্বরের আগে অবসরপ্রাপ্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মীদের জন্য এমন সিদ্ধান্ত জানায়। সংশোধিত পেনশন কার্যকর হবে ২০২৩ সালের জুন মাস থেকে।

Advertisements

গত মার্চ মাসের শেষ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোট কর্মী সংখ্যা হল ১৩৮১৫। যাদের মধ্যে এক শ্রেণীতে রয়েছেন ৬৮৫৮ জন, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে রয়েছেন যথাক্রমে ৩৬৯৮ এবং ৩২৫৯ জন। এই সকল কর্মীরা ২০২২ থেকে ২০২৭ সালের বেতনের সংশোধনের জন্য অপেক্ষা করছেন। এসবের পরিপ্রেক্ষিতে পরে আলোচনা হবে এমনটাই আশা করা হচ্ছে।

অন্যদিকে শেষবার পেনশন সংশোধন হয়েছিল ২০১৯ সালে। সে সময় সংশোধন করা হয়েছিল ২০০২, ২০০৭ এবং ২০১২ সালের তিনটি মজুরি। এর পরিপ্রেক্ষিতে মহার্ঘ ভাতা এবং পেনশন বৃদ্ধি পেয়েছিল ১০%। তবে ২০১৯ সালের পর ২০২৩ সালে ফের একবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন ১৩.৫৬ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।

Advertisements