লাগছে না পিন! মানিব্যাগে ATM কার্ড থাকলেও খালি হচ্ছে অ্যাকাউন্ট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন RFID সাইবার জালিয়াতি নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই সাইবার ক্রাইমের মাধ্যমে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া যায় সব টাকা। এই জালিয়াতির বিষয়ে কিছু প্রয়োজনীয় তথ্য, যেমন কিভাবে এই জালিয়াতি হয় ও তা রুখতে কি কি করা উচিত এই সমস্ত কথা জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন ওয়ারঙ্গল পুলিশ কমিশনার ডাঃ ভি রবীন্দ্র।

Advertisements

Advertisements

জেনে নিন এই ক্রাইম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য

Advertisements

• RFID, যার অন্য নাম রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID), সেটি মূলত একটি এটিএম কার্ড স্কিমিং। বর্তমানে নতুন কন্টাক্টলেস ডেবিট এবং ক্রেডিট কার্ডের চল রয়েছে, যার মাধ্যমে দুই হাজারের কম মূল্যের শপিংয়ের ক্ষেত্রে কোনো কোড বা পিনের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না কোনো OTP র। মেশিনের কাছে নিয়ে গেলেই অর্থের লেনদেন সম্পন্ন হয়। যারা এই ফ্রড করছেন, তারা গ্রাহকদের কাছাকাছি POS মেশিন নিয়ে যায়, ৪-৫ সেন্টিমিটার দূরে থেকে মেশিনে অর্থের পরিমাণ উল্লেখ করলেই মেশিন টাকা তুলে নেয়। এই প্রক্রিয়ার মাধ্যমে কার্ড আপনার কাছে থাকলেও, এমনকি মানিব্যাগে থাকলেও আপনার ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া যায়।RFID চিপ রিডার বাজারেও উপলব্ধ।

তাহলে এরকম ATM কার্ড আপনার কাছে থেকে থাকলে বাঁচবেন কিভাবে?

• এইরকম জালিয়াতি থেকে বাঁচার জন্য আপনার কার্ডটিকে অ্যালুমিনিয়ামের ফাইলে রাখতে পারেন। কারণ অ্যালুমিনিয়াম RFID ফ্রিকোয়েন্সিকে বাধা দেয়।

• অ্যালুমিনিয়াম ছাড়া আরও এমন কোনো বস্তু যা এই ফ্রিকোয়েন্সিকে আটকায়, সেরকম বস্তুর মধ্যে কার্ড ভরে রাখুন। কখনোই মানিব্যাগে ভরে রাখবেন না।

Advertisements